Header Ads

পশ্চিমবঙ্গে ২০০ আসনে জিতবো দাবি প্রধানমন্ত্রীর, মমতার দাবি ২০০ শতাংশ জিতবো

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ পশ্চিমবঙ্গে  দ্বিতীয়দফা ভোটে  চরম   অরাজকতা চলল। এর মধ্যে উলুবেড়িয়াতে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  প্রায় ঘোষণা করলেন, বিজেপি জয় সুনিশ্চিত। ২০০ টি আসনে বিজেপি সরকার গড়বে।  মমতা দিদি অন্য কেন্দ্র থেকে প্রতিদ্বন্দীতা করবেন, মনোনয়নপত্র পেশ করবেন বলে শুনলাম। তৃণমূল সরকারকে তোলাবাজ  ভ্রষ্টাচার সরকার বলে অভিহিত করে বলেন। এই সরকার বাংলার মানুষের সঙ্গে  বিশ্বাসঘাতকতা করেছে।  হাওরার মত শিল্প তালুক আজ ধ্বংস করে দেওয়া হয়েছে। এবার দিদির উৎখাত প্রায় নিশ্চিত, তাকে যেতেই হবে। আসল পরিবর্তন হবে। একমাস পর মানুষ এই পরিবর্তনের সুফল পাবে। তিনি বলেন, বাংলার  কৃষকদের  ব্যাংক একউন্টে ১৮ হাজার টাকা করে সরাসরি  টাকা জমা দেবে কেন্দ্র। দিদি বহিরাগত  প্রশ্ন তুলে ভোট বিভাজন করছেন। নন্দীগ্রামকে ঘিরে তুলকালামগণতন্ত্রের উৎসব নয়। নন্দীগ্রাম   আজ কুরুক্ষেত্রে পরিণত হয়েছে।  মমতা বনাম শুভেন্দু    লড়াই বাংলার সভ্যতা ভদ্রতা  গন্ত্রতন্ত্রের  মুখোশ খুলে গেছে।  আজ মুখ্যমন্ত্রী বলছেন, তিনি নির্বাচন নয়, গণতন্ত্র নিয়ে  বেশি চিন্তিত।  নম্বর বুথ বোয়ালে প্রায় ২ ঘন্টা আটকে ছিলেন। সেখান থেকে টেলিফোনে  রাজ্যপাল ও নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিযোগ করেন। তিনি বলেন, বিজেপির তাণ্ডব  চলছে। বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। বলেন, ৬৩ অভিযোগ করেন, বিচার পাই নি। মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। আজ নন্দীগ্রাম অসংবাদিকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী দাবি করেন তারা ২০০ শতাংশ জিতেছে। আবার বিজেপি শুভেন্দুর দাবি  তারাও  জিতেছে। মমতার অভিযোগ বাইরের গুণ্ডা এনে বিজেপি ভোট লুট করেছে। গতকাল রাত ভোর বাড়ি বাড়ি গিয়ে বিজেপি তান্ডব  চালিয়েছে। এদিকে, কেশপুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করে তৃণমূলের  সমর্থকরা। মুখ্যমন্ত্রীর লাগাতার অভিযোগ পেয়ে রাজ্যপাল    উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.