Header Ads

সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃত্যু ৯৭০ জন সাংবাদিকের, উদ্বেগ পেকের

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি সারাবিশ্বে করোনা সংক্রমণে ৯৭০ জনের মৃত্যু হয়েছে।  সুইজারল্যান্ড ভিত্তিক সংগঠন প্রেস  এমব্লেম কেম্পেন বা পেক  বিশ্বের সাংবাদিকদের  করোনা সংক্রমণে উদ্বেগ  প্রকাশ করে সাবধানে সতর্ক থাকার  আহ্বান জানিয়েছে। এর সদস্য অসমের বিশিষ্ট সাংবাদিক নব ঠাকুরিয়া অসম, পশ্চিমবঙ্গ সহ রাজ্যের নির্বাচনে  কর্মরত সাংবাদিকদের  নিরাপত্তার উপর জোর দিয়েছেন। তিনি জানান,  সম্প্রতি প্রমোদ শ্রীবাস্তব নামে এক সিনিয়র সাংবাদিক সংক্রমণে মারা গেলেন। পেকর তথ্য  অনুযায়ী  পেরুতে সবচেযে বেশি ১৩৫ জন  সাংবাদিক কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। দক্ষিণ এশিয়াতে ৫৮ জন, পাকিস্থানে ২৫ জন, আমেরিকায় ৪৫ জন, ব্রিটেন ২৮ জন, ইটালিতে ৫১ জন, স্পেন ১৫ জন, রাশিয়াতে ১৪ জন, ব্রাজিল ১২৯ জন, মেক্সিকোতে ৯০ জন করোনা সংক্রমণে মৃত্যু বরণ করেছেন। অধিকাংশ সাংবাদিক জীবনের ঝুকি নিয়ে কাজ করে যান, কিন্তু সরকার বা  কর্তৃপক্ষ   সাংবাদিকদের নিরাপত্তা, আর্থিক  সাহায্য,  চিকিৎসা  প্রভৃতি কোনো ক্ষেত্রে  গুরুত্ব দেয় না বলে সাংবাদিক সংস্থাগুলোর অভিযোগ  উড়িয়ে দেওয়া যাবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.