Header Ads

বদরুদ্দিন নয় অসমের জনগণের হাতে দিসপুরের চাবি আছে : অমিত শাহ

মিথ্যা কথা বলিনা, তা শুনতে হলে নরেন্দ্র  মোদির ভাষণ শুনুন : রাহুল গান্ধী

অমল গুপ্ত, গুয়াহাটি : রাত  পেরোলে এপ্রিল ফুল। ১ এপ্রিল এই দিনে অসমের দ্বিতীয় পর্যায়ের ৩৯ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩৪৫ জনের ভাগ্য  নির্ধারিত হবে। ৭৩,৪৪,৬৩১ জন ভোটার ভোট দান করবেন। রাজ্যের প্রধান নির্বাচন অফিসার নীতিন খারে আজ জনতা ভবনে এক সাংবাদিক সম্মেলনে  দ্বিতীয়  পর্যায়ের নির্বাচন  প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, ৩১০  কোম্পানি আধা  সামরিক  বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা  হোমগার্ড  কয়েকশয়ান বেতন  ও অন্যান্য দাবিতে চিপঝাড়, শিলচর প্রভৃতি  জেলাতে  আন্দোলনে  পথে নামে। এন আর সি-র দায়িত্বে  থাকা। চুক্তিভিত্তিক কর্মচারীদের ছাঁটাই করা হয়। তাদেরও  একাংশকে নির্বাচনের কাজে লাগানো হয়েছিল। তারাও আজ পথে নামে। দ্বিতীয় পর্যায়ে   প্রচার শেষ হয়েছে। ম্যারাথন প্রচারে এগিয়ে  আছেন অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব  শর্মা, তিনি ৩৪  দিনে ৭১ টি সভা করেছেন ২১৪ কিলোমিটার রোড  শো  করেছেন।   স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,  কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কংগ্রেস  নেতা  রাহুল গান্ধী আজ  অসমে  এসে  প্রচার   চালান। অমিত   বদরুদ্দি  আজমলকে  আক্রমণ করে বলেন,  তার হাতে নয়, অসমের জনগণের হাতে   চাবি  থাকবে। আজমল বলেন, মুখ্যমন্ত্রীকে হবেন তা তিনি ঠিক করবেন। তার হাতে  চাবি আছে। তারই জবাব দেন অমিত। তিনি অসমের উন্নয়ন প্রকল্পের নানা ফিরিস্তি তুলে ধরে বলেন, অসমের জনগ  পদ্ম ফুলে ভোট  দেওয়ার  সিদ্ধান্ত নিয়েছে।  রাহুল  গান্ধী তো পর্যটক হিসাবে  ঘুরতে  এসেছেন। রাহুল আগের মত টি গ্যারান্টির  বদলে টি   গ্যারান্টির কথা শোনান। তিন্নি  দক্ষিণ  কামরূপ জেলা গঠনের    কথাও বলেন। তিনি কা   বাতিলের অঙ্গীকার করে বলেন, দিপাঞ্জল দাসের  হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, কা আন্দোলনে মৃত্যু বরণ  করা দাস  বিজেপি আর এস এস আক্রমনের বলি হলেন তিনি বলেন, কংগ্রেস অসত্য কথা বলে না, তা  শুনতে প্রধানমন্ত্রীকে ডাকুন। কাল ৩৯ নির্বাচন কেন্দ্রের মধ্যে  বরাকের ১৫ টি কেন্দ্র আছে। মন্ত্রী  পরিমল  শুক্লদ্য, কমলাক্ষ্য দে পুরকায়স্থ, দিলীপ পাল, প্রমুখদের ভাগ্য   বিচার হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.