Header Ads

স্বাধীন বাংলাদেশের দাবিতে নরেন্দ্র মোদি জেল খেটে ছিলেন

অমল গুপ্ত, গুয়াহাটি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের   মুক্তিযোদ্ধা শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষে  অংশগ্রহণ করে বলেন, মুক্তিযুদ্ধের  সময় পাকিস্থানের বিরুদ্ধে আন্দোলন করে তিনিও জেল খেটেছিলেন। প্রধানমন্ত্রীর সেই দাবির বিরোধিতা করে পশ্চিমবঙ্গের একাংশ  বুদ্ধিজীবী বলেছিলেন, নরেন্দ্র মোদি ভুল  তথ্য দিয়েছেন। বাংলাদেশ  তথা এই মহাদেশের বিশিষ্ট  সমাজকর্মী লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুক পোষ্টে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ১৯৭১ সালের ১২ আগস্ট   অটল বিহারী বাজপেয়ীর  সঙ্গে  নরেন্দ্র মোদি ও মুক্তি আন্দোলনের সমর্থনে   আন্দোলন করে তিহার জেলে  গিয়েছিলেন। এই কথাও লিখেছেন, তখন  জনসংঘ ও বামপন্থীরা  মুক্তি আন্দোলন সমর্থন করলেও প্রথমদিকে প্রধানমন্ত্রী ইন্দির গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দিতে চাননি। বিশিষ্ট লেখিকা  মন্তব্য করেছেন, আগে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হলে অনেক মানুষের প্রাণ   বেঁচে যেত। বঙ্গবন্ধু মুজিবর রহমান বাংলাদেশের মুক্তি আন্দোলনে অসম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, প্রধানমন্ত্রী ইন্দিরা  গান্ধী  সহ সমস্ত ভারতবাসীর  উজ্জ্বল ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা করে গেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আর্দশ পিতার পথ অনুসরণ করে যাচ্ছেন, ভারতের সঙ্গে বন্ধুত্বসুলভ  সম্পর্ক গড়ে তুলেছেন। অথচ বাংলাদেশের এক ক্ষুদ্র অংশ  পাকিস্থান সমর্থক  ভারতের প্রতি লাগাতার  শত্রুতা করে চলেছে। আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশ সরকারের আমন্ত্রিত অতিথি তাকে অসম্মান  করা হল। ভারতবাসী পাশে না থাকলে  বাংলাদেশ  পাকিস্তানের কবল থেকে   ছাড়া পেত না।  এই ক্ষুদ্র ভারত বিরোধী চক্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার  করে আসছে শুনলাম প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে ১০ জনের প্রাণ গিয়েছে পুলিশের গুলিতে এর ফলে ১০ জন বাংলাদেশি মায়ের কোল খালি হলো না কি, ক্ষতি কার হল? ভারতের প্রধানমন্ত্রী কিন্তু খালি হাতে বাংলাদেশ যাননি, প্রায় ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন নিয়ে  গিয়েছিলেন। ভারতের   বিশেষ গান্ধী শান্তি  পুরস্কার  শেখ মুজিবর রহমানকে প্রদান করা হয়। বাংলাদেশের জলপথ, স্থলপথের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। ভারতের সঙ্গে বাংলাদেশেরও আর্থিক উন্নয়ন তরান্বিত হবে। লাভবান হবে উভয় রাষ্ট্র। সেকথা   ভারত বিরোধী চক্র একবার ভেবেছে কি?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.