:আজ দেশের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে গণতন্ত্ৰকে হত্যা করা হচ্ছে, কন্ঠ রোধ করা হচ্ছে সকলের : শৰ্মিষ্ঠা মুখাৰ্জি
সাধারণ মানুষের যে দুরবস্থা হয়েছে তার প্ৰতি লক্ষ্য রেখে রাজ্যের মানুষ আর বিজেপিকে চায় না : শৰ্মিষ্ঠা মুখাৰ্জি
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসমে কংগ্ৰেস লিড নিয়েছে। উজান অসমে কংগ্ৰেসের একটু খারাপ অবস্থা ছিল কিন্তু নিৰ্বাচনের পরে উজান অসমে কংগ্ৰেসের খুব ভাল প্ৰদৰ্শন দেখতে পাওয়া গেছে৷ অন্যদিকে, বরাকভ্যালিতে কংগ্ৰেসের ভাল হাওয়া বইছে। অসমে এবার মহাজোটের সরকার হবেই৷ বিজেপী যে ১০০+ সিটের কথা বলছে, সে বিষয়ে অসমের মানুষ ভালভাবে বুঝতে পেরেছে। পেট্ৰোল, গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি হওয়ার সঙ্গে বিজেপি সরকারের দিনে সাধারণ মানুষের যে দুরবস্থা হয়েছে তার প্ৰতি লক্ষ্য রেখে রাজ্যের মানুষ আর বিজেপিকে চাচ্ছে না। বড় দাড়ি রাখলেই রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যায় না। আপনারা রবীন্দ্ৰনাথ ঠাকুরের মতো চিন্তা-ভাবনা করা লোককে ভোট দিবেন, না নকল রবীন্দ্ৰনাথকে ভোট দেবেন- সেটার নির্ণয় এখন আপনাদের নিতে হবে৷ এই নিৰ্বাচন অতি গুরুত্বপূর্ণ নিৰ্বাচন। শুধু পাঁচ বছরের কথা নয়, আজ দেশের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে গণতন্ত্ৰকে হত্যা করা হচ্ছে। কন্ঠ রোধ করা হচ্ছে সকলের। নিৰ্বাচনের সময় নরেন্দ্ৰ মোদি প্ৰতিশ্ৰুতি দেন, কিন্তু তার প্ৰতিশ্ৰুতি আজও সম্পূর্ণ হল না। ১৫ লাখ করে টাকা প্ৰতিজন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্ৰতিশ্ৰুতি দিয়েছিল যদিও আজ পৰ্যন্ত এক টাকাও অ্যাকাউন্টে আসল না। অসমে এসে শৰ্মিষ্ঠা মূখাৰ্জি, সাংসদ প্ৰদ্যুত বরদলৈ ও শিলচরের প্ৰাক্তন সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে ডিটেনশন কেম্প পরিদৰ্শন করার কথা উল্লেখ করে বলেন, ডিটেনশন কেম্পে থাকা অধিকাংশ লোকই হিন্দু বাঙালি সম্প্ৰদায়ের লোক। দুৰ্ভাগ্যজনক ঘটনা, সেখানে থাকা হিন্দু বাঙালি লোকদের মধ্যে প্ৰায়জনই মহিলা৷ উপযুক্ত সন্তান ও স্বামী থাকা সত্তেও একটি কাগজ না থাকার জন্য কি ভাবে একজন মহিলা, একজন মা, একজন পত্নীকে বিদেশী হতে হল। যদি বিজেপি হিন্দু বাঙালির প্ৰতি দরদী, তবে নতুন করে কেন গোয়ালপাড়াতে দুটা করে ডিটেনশন কেম্প তৈরি করেছে এই সরকার ৷ বিজেপি দলে কেন বাঙালি লোককে স্থান দেওয়া হয় না। অন্যদিকে, কংগ্রেসে বরাকভ্যালীকে ধরে সমগ্ৰ দেশের বাঙালি লোকক প্ৰাধান্য ও নেতা-মন্ত্ৰী হতে পারে৷ কংগ্ৰেস দলে আমার বাবা স্বৰ্গীয় প্ৰণব মুখাৰ্জিও ছোট এক গ্রামের থেকে এসে রাজনীতি করেছিল এবং সেই কংগ্ৰেস দল থেকেই তিনি দেশের রাষ্ট্ৰপতি হয়েছিল বলেও মন্তব্য করেন শৰ্মিষ্ঠা মুখাৰ্জি৷ শেষে জনগণকে ভেবে-চিন্তে ভোট দেওয়ার অনুরোধ করে বলেন, স্বপন করকে লামডিঙ কেন্দ্রের থেকে জয় করতে৷
কোন মন্তব্য নেই