Header Ads

হিমন্ত বিশ্ব শর্মাকে হত্যার ষড়যন্ত্র

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যের  প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে   আলোচনা পন্থী আলফা হত্যার ষড়যন্ত্র করেছিল বলে  পুলিশ জানিয়েছে। এই ব্যাপারে আলোচনা পন্থী আলফা নেতা প্রদীপ গগৈ ও কার্বিআংলঙে  মানব পাঠক ও কেতু মুদিকে  অসম পুলিশের  ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে বলে জানা গেছে।  হিমন্ত বিশ্ব শর্মা এসম্পর্কে বলেছেন, এই ব্যাপারটি পুলিশ তদন্ত করে দেখছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.