Header Ads

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিশেষ পর্যবেক্ষক

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসম রাজ্য নির্বাচন অফিসার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে তিনজন বিশেষ অফিসারকে  নিযুক্ত করেছে। বিশেষ সাধারণ  পর্য্যবেক্ষক  হিসাবে সুদর্শনম  শ্রীনিভাষণ অবসরপ্রাপ্ত আই এ এস, তার মোবাইল নম্বর 9365133925, বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে আই পি এস অবসরপ্রাপ্ত অফিসার  অশোক কুমারকে নিযুক্তি দেওয়া হয়েছে। তার মোবাইল নম্বর 6001328023, বিশেষ  হিসাব রক্ষক বা এক্সপেন্ডিচার পর্য্যবেক্ষক হিসাবে অবসরপ্রাপ্ত আই আর এস নীনা নিগম কে নিযুক্তি দেওয়া হয়েছে।তাঁর মোবাইল নম্বর 9365150877, রাজ্যের    স্বার্থ সংক্রান্ত ব্যাপারে যে কোনো ব্যক্তি  যোগাযোগ করতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.