দলীয় বঞ্চনার শিকার : বিজেপি থেকে পদত্যাগ করলেন আশীষ হালদার
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : সন ১৯৯৯ থেকেই বিজেপির একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছেন সদ্য বিজেপি থেকে পদত্যাগ করা দলের প্রাথমিক সদস্য আশীষ হালদার। দলীয় বঞ্চনার শিকার হয়েছেন তিনি। জানা যায়, রাজ্যের প্রথম ও দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের জন্য গত শুক্রবার মিত্রজোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই ক্ষোভের সৃষ্টি হয়েছে বিজেপির অন্দরমহলে। তাছাড়া জানা যায়, বর্তমানে দলের দখলে থাকা সোনাই আসনে আরএসএস এর পছন্দের প্রার্থীও ছিলেন আশীষ। কিন্তু বর্তমান বিধায়ক আমিনুল হক লস্করের প্রতিই আস্থা দেখাল বিজেপি। এমনকি প্রার্থী চয়নে গুরুত্ব পায়নি আরএসএস এর সুপারিশও। এই অভিমানেই দল থেকে পদত্যাগ করেছেন আশীষ হালদার। তবে দল ছাড়লেও ভোটের ময়দান ছাড়ছেন না আশীষ। নির্বাচনে তিনি লড়বেনই। তবে ঠিক কোন দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন, না কি নির্দল প্রার্থী হয়ে জমা দেবেন তা এখনও জানা যায়নি বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে।









কোন মন্তব্য নেই