অগপ মহন্তর কেন্দ্র বহরমপুর বিক্রি করে দিয়েছে : জয়শ্রী গোস্বামী মহন্ত, আবার প্রধানমন্ত্রী আসছেন
অমল
গুপ্ত, গুয়াহাটিঃ অগপ দলের প্রতিস্থাপক সভাপতি প্রফুল্ল
কুমার মহন্তকে অগপ এবার টিকিট না দেওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক
প্রভাব পড়েছে। মহন্তর জাতীয় রাজ নীতিতে এক বিশেষ অবদান ছিল। দেশবাসী এক কথায় তাকে
চেনেন। তাকে বাদ দিয়ে অগপ বিজেপি জোট জাতীয়
রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লো। রবিবার
মহন্ত জাযা জয়শ্রী গোষ্মামী
মহন্ত অভিযোগ করেন দল
তাঁকে উপেক্ষা করলো, তার বহরোমপুর
কেন্দ্র অগপ বেশি টাকার লোভে বিক্রি করে দিয়েছে। ওদিকে, বৃন্দাবন
গোস্বামীর মত সৎ ভাবমূর্তির প্রাক্তন
মন্ত্রীকে ছেঁটে ফেলে অগপ ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে।
বৃন্দাবন আজ ক্ষোভ উগরে বলেন, অগপ আঞ্চলিকতা বিসর্জন
দিল। রাতা রাতি লক্ষ্য ভ্রষ্ট হল। এই
নির্বাচনে দলীয় প্রার্থীদের নীতি হীনতা, ব্যক্তি
স্বার্থ চরম আকার ধারণ করেছে। বিজেপি, কংগ্রেস, আঞ্চলিক দলগুলির প্রার্থীরা রাতারাতি দল বদল করে
প্রমাণ করে দিল দেশ বা দলের প্রতি নয়, ব্যক্তি
স্বার্থ রাজনীতি করছে। রাজ্যের
জাতীয়তাবাদী শিবির কারা বন্দি অখিল গগৈয়ের দিকে চেয়ে আছেন, তিনি তার দল রাইজর দল থেকে শিবসাগর
ও মরিয়ানী দু জাই গা থেকে আজ মনোনয়ন পত্র পেশ করেন। আজ মেডিক্যাল কলেজ
হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মনোয়নপত্র দাখিল
করেন। নির্বাচন কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত একজন
রিটানিং অফিসার তার মনোয়নপত্র গ্রহণ করেন, কারারুদ্ধ
অখিল অসুস্থ, তাই মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার নথিপত্র
গ্রহণ করা হয়। এদেশে এই ধরণের নমিনেশন দাখিল খুব একটা নজির নেই।
কংগ্রেস সভাপতি রিপুন বরা আজ গহপুর থেকে, অসম
জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ আজ
নাহারকাটিয়া থেকে, প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তের কন্যা অঙ্কিতা
দত্ত আমগুড়ি থেকে মনোনয়ন পত্র পেশ করেন। বিধানসভার অধ্যক্ষ
হিতেন্দ্র নাথ গোষ্মামী জোরহাট থেকে, অগপ সভাপতি অতুল বরা, বোকা খাট থেকে মনোয়ন
পত্র পেশ করেন। বরাকের প্রাক্তন মন্ত্রী অজিত সিং আজ মনোনয়ন পেশ করেন। মুখ্যমন্ত্রী
সসর্বানন্দ সনোয়াল আগামীকাল মাজুলি থেকে মনোয়নপত্র দাখিল করবেন। প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি আবার অসম সফরে আসবেন, তিনি ২৪ মার্চ অসমের
চাবুয়াতে এক জনসভায় ভাষণ দেবেন বলে জানা গেল। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও
রকিবুল হোসেন প্রার্থী বিতপন
সইকিয়াকে হাতিতে চাপিয়ে গোলাঘাট কেন্দ্রে গিয়ে
মনোনয়ন পত্র পেশ করেন। এই কেন্দ্রে কংগ্রেসের পদত্যাগী প্রাক্তন
মন্ত্রী অজন্তা নেওগ মনোনয়ন পত্র দাখিল করেন। হিমন্ত বিশ্ব শর্মারা
উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই