ব্রহ্মপুত্র উপত্যকাতে বিজেপি বাঙালি হিন্দু প্রার্থী খুঁজে পেল না
অমল
গুপ্ত, গুয়াহাটিঃ অসমের
বাংলাভাষী হিন্দুরা বরাবর কংগ্রেস দলের ভোটার ছিল। পরে বিজেপিকে ঢেলে
ভোট দেওয়া শুরু করে। সেই বাংলাভাষী হিন্দুদের
ডি ভোটারের নামে, ডিটেনশন ক্যাম্পের নামে
সীমাহীন হেনস্থা করা
হয়েছে বলে বিভিন্ন সংগঠনের অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না।
বিজেপি হিন্দুত্ববাদী দল। ব্রহ্মপুত্র
উপত্যকার প্রায় ৪০ লক্ষ
বাংলাভাষী হিন্দু তাঁদের টিকিট দেওয়া হল না। হোজাইয়ের শিলাদিত্য
দেবকে ঝুলিয়ে রাখা হয়েছে। লামডিঙে যাকে টিকিট দেওয়া হয়েছে তিনি
অর্ধ-বাঙালি। কার্যত জিরো। বাঙালিদের
উন্নয়নের লক্ষ্যে ভাষিক সংখ্যালঘু বোর্ড গঠন করে
তরুণ গগৈ সরকার এক পয়সা বাজেট না দিয়ে ঠগিয়ে ছিলেন। এই বিজেপি সরকার ও
ঠগাচ্ছে। প্রাক্তন বিধায়ক আলোক ঘোষকে চেয়ারম্যান
পদে বসিয়ে বাজেট বরাদ্দ করেনি। সেই অলোক ঘোষ বিজেপি ছেড়ে
অসম জাতীয় পরিষদে যোগ দেন। তাঁকে আগের কেন্দ্রে মারিয়নিতে টিকিট দেওয়া হয়েছে। আজ অসম
জাতীয় পরিষদের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে অলোক ঘোষকে
স্থান করে দেওয়া হয়েছে। লামডিং কেন্দ্রে এই দল
মৌসমী শর্মাকে টিকিট দিয়েছে। দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ নাহারকাটিয়া
থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন। কংগ্রেস
দল আজও দ্বিতীয় তালিকা প্রকাশ করতে পারে নি। বিজেপি কয়েকটি কেন্দ্রে নাম ঘোষণা
করতে পারেনি। লুরিনজ্যোতির দল পূর্ব গুয়াহাটি থেকে বিশিষ্ট সাংবাদিক
অদিপ ফুকনকে প্রার্থী করেছে। বিজেপি ১১ জনকে
টিকিট দেয় নি। তাদের অধিকাংশ অসম জাতীয় পরিষদে যোগ
দিয়েছেন। ইউ ডি এফ আজ ১৬ জনের এক
নামের তালিকা প্রকাশ করেছে। যমুনা মুখ থেকে সভাপতি
বদরুদ্দিন আজমলের ছেলের বদলে ভাই প্রাক্তন সাংসদ সিরাজুদ্দীন
আজমল লড়বেন।









কোন মন্তব্য নেই