Header Ads

নন্দীগ্রামে হাইভোল্টেজ অমিত -মমতা মেগা শো

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ আজ দেশের  কেন্দ্র বিন্দু  নন্দীগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেন। এর মধ্যে বিজেপি কর্মীর পত্নীকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা  হয়। অভিযোগ তৃনমূল কংগ্রেস দলের  বিরুদ্ধে। মমতার রোড শো-এর সময় জয় শ্রীরাম বলে  ধ্বনি দেওয়া হয়। অমিত শাহ প্রায় ঘোষণার সুরে বলেন, নন্দীগ্রাম থেকে পরিবর্তন আসছে। বিজেপিকে কেউ আটকাতে পারবে না। তিনি বলেন, সেখানে মহিলাদের নিরাপত্তা নেই। মমতা তার   নিজের ভাষা  ব্যবহার করে বিজেপিকে গুন্ডা-বদমাশ প্রভৃতি  শব্দ ব্যবহার করে আক্রমণ করেন। তিনি বলেন, অমিত শাহ গাড়িতে করে টাকা এনে বিলাচ্ছেন। সিপিএম-এর নেতা বিমান বসু  জোটের প্রার্থী মীনাক্ষী  মুখার্জীকে নিয়ে প্রচার চালান। তৃণমূল  ক্যাডাররা  বার বার মীনাক্ষীর প্রচারে বাধা  দিচ্ছে  বলে সি পি এম অভিযোগ করেছে। 

মমতা আজ দেশের প্রধানমন্ত্রীকে  নির্লজ্জ, মিথ্যাচারী বলে  অগণতান্ত্রিক ভাষা ব্যবহার করে আক্রমণ চালান। তিনি আরও বলেন, নির্বাচন বিধি ভঙ্গ করেছেন বাংলাদেশে গিয়ে। তিনি মতুয়া সমাজের ভোট আদায় করতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর মুখের ভাষা সব সংযম সৌজন্যকে ছাড়িয়ে গেছে বলে বিরোধীরা অভিযোগ করেছে। আজ বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপির পক্ষ্যে প্রচার চালিয়ে বলেন, এবার তৃণমূল হারবে। বিজেপি ক্ষমতায় আসবে।  পশ্চিমবঙ্গের নির্বাচন চিত্র ক্রমশ উত্তপ্ত হচ্ছে। আধা সামরিক বাহিনীকে  পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে গুলি চালাবার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক জেলা বোমা-বারুদের কারখানায় পরিণত হয়েছে। আজ  নৈহাটি থেকে এক অস্ত্র কারখানার হদিস পাওয়া গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ আবার বলেছেন, তৃণমূল  সরকার রাজ্যটিকে শেষ করে দিয়েছে। শিল্প, শিক্ষা, চিকিৎসা সব শেষ। এর পরিবর্তন জরুরি।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.