আজমল অসমের ভবিষ্যতে তালাচবি লাগিয়ে দেবে মন্তব্য স্মৃতি ইরানির
অমল গুপ্ত, গুয়াহাটি : এ আই ইউ
ডি এফ প্রধান বদরুদ্দিন আজমল কংগ্রেস জোট ক্ষমতায়
এলে বদরুদ্দিন অসমের ভবিষ্যতে তালা
লাগিয়ে দেবে, বিকাশের সব পথ রুদ্ধ হয়ে যাবে। আজ গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী
স্মৃতি ইরানি এই কথা বলেন। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী
তরুণ গগৈ বদরুদ্দিনকে উপযুক্ত বলে মনে করেননি। ‘হু ইজ
বদরুদ্দিন’ বলে
কটাক্ষ করেছিলেন এক দিন তার
সঙ্গে কংগ্রেস সমঝোতা করল কেন? তিনি বলেন,
অসমের পরিচয় তুলে ধরতে মা কামাখ্যা, গোপীনাথ বরদলৈয়ের নাম নেওয়া
যেতে পারে রাহুল, আজমল অসমের কে? যার নাম নিতে হবে? তিনি আজ পশ্চিমবঙ্গের তৃণমূল দলকে গুন্ডার দল বলে
অভিহিত করে দাবি করেন বিজেপি ক্ষমতায় আসবে। এদিকে, আজ এক বিতর্ক তুলে পরোক্ষভাবে কংগ্রেস দলকে বিঁধলেন বদরুদ্দিন। তিনি আজ বলেন, তাদের জোট
দিসপুরের ক্ষমতাতে বসবে। তিনিই মন্ত্রী সভা ঠিক করবেন। তার হাতেই মন্ত্রী সভার চাবি-কাঠি
থাকবে। তিনি বলেন, এবার খেলা হবে । তিনি আবারো বলেন, একশো বার বলছি- মুখ্যমন্ত্রী পদে বসার ইচ্ছা নেই। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
আজ লাগাতারভাবে প্রচার চালান। তিনি আজমলকে উপহাস করে বলেন, আজমল নিজেকে আল্লার সঙ্গে তুলনা করছেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ বরাকের সোনাই কেন্দ্রে ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করের পক্ষ্যে প্রচার চালান, সাংসদ ডাক্তার
রাজদীপ
রায়ের উপস্থিতিতে বলেন, আমিনুল জয় লাভ করলে মন্ত্রী সভায় স্থান করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী
সব জাতি-গোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার উপর জোর
দেন। আবহাওয়া অনুকূলে না থাকার জন্য
রাহুল গান্ধীর তিনটি সভা বাতিল করা হয়। বিজেপি সভাপতি জে পি নাড্ডা
আজ ধুবড়িতে প্রার্থী দেবময় স্যান্যালের পক্ষে প্রচার চালান। গতকাল কোকড়াঝাড়ে এক বৃহৎ
পরিমাণ বেআইনি অস্ত্র ভান্ডার পুলিশ বাজেয়াপ্ত করে বলে পুলিশ প্রধান ভাস্কর মহন্ত
জানান। তিনি বলেন, নির্বাচনে ভোটারদের সবধরনের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।
গত কাল ধুবড়ি জেলার ঐতিহাসিক শক্তিপীঠ মহামায়া মন্দিরে সব অলঙ্কার লুট হয়ে যায়। রাজ্যে
নির্বাচন পর্ব চলছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এত বড়
ডাকাতি? রাজের দুই আঞ্চলিক দল রাইজর দলের সভাপতি অখিল গগৈ ও
অসম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ উভয়ে নির্বাচন প্রার্থী, উভয়ের মা গুরুতর অসুস্থ হয়ে
হাসপাতালে ভর্ত্তি হয়েছেন। আগামী এক এপ্রিল দ্বিতীয় পর্যায়ের ভোট, ৩৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রধান
নির্বাচন অফিসার নীতিন খারে আজ কামরূপ মেট্রো ডিসি বিশ্বজিৎ পেগুকে সঙ্গে নিয়ে জেলার নির্বাচন ব্যবস্থা খতিয়ে দেখেন। শিলচরের
নির্দল প্রার্থী দিলীপ পাল মোবাইলের মাধ্যমে জোরদার প্রচার শুরু করেছেন। তিনি বিবেক ভোট দেবার আর্জি জানান। দিলীপ বাবু সৎ
ভাবমূর্তির একজন বিজেপি নেতা ছিলেন। তিনি বরাকের কয়লা সিন্ডিকেট সহ
অন্যান্য দুর্নীতি নিয়ে সরব হওয়ার জন্যে তাকে টিকিট দেওয়া হয় নি। শিলচরবাসী এবার তার আহ্বানে সাড়া দেবে বলে সবার বিশ্বাস।
কোন মন্তব্য নেই