এআই ইউ ডি এফের কাছে কংগ্রেস দলের আত্মসমর্পণ
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ আগামী ৯ তারিখে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়, আর মাত্র ৩ দিন বাকি কংগ্রেস দল আভ্যন্তরীন কোন্দল এর জন্যে ইউ ডি এফের সঙ্গে আসন রফা নিয়ে মতানৈক্যর কারণে তালিকা ঘোষণা করা হচ্ছে না। সাংসদ গৌরব গগৈ বলেছেন, আগামীকাল রবিবার তালিকা ঘোষণা হবে। বরাকে ৭ টির বেশি আসন দিলে তিনি মহিলা কংগ্রেস থেকে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়ে সভা ছেড়ে বেরিয়ে যান। এখন ইউ ডি এফ কংগ্রেস দলকে নিয়ন্ত্রণ করছে, ভবিষ্যতে বরাকে কংগ্রেস দলের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে বলে কংগ্রেস দলের বরাকের নেতারা অভিযোগ করেছেন। ইউ ডি এফ ২১ আসনে একক ভাবে লড়বে, ৩টি আসনে বন্ধুত্ব ভাবে লড়বে তা নিয়ে বরাকের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের সঙ্গে কংগ্রেস নেতাদের বিরোধের সৃষ্টি হয়। রাইজর দলের সভাপতি অখিল গগৈ শিবসাগর ও আর একটি কেন্দ্র থেকে লড়বেন। অসম জাতীয় পরিষদ সাধারণ সম্পাদক লুরিণজ্যোতি গগৈ দুলিয়াজন থেকে লড়বেন। অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি পরমা নন্দ রাজবংশী অগপ ত্যাগ করে বিজেপি দলে যোগ দেন তিনি সিপাঝাড় থেকে লড়বেন। রূপেশ গোয়ালা ও বিজেপি দল থেকে লড়বেন ডুম ডুম থেকে। তিনিও অগপ ছাড়লেন। প্রাক্তণ মন্ত্রী শরৎ বড়কটকি তাঁর ছেলেকে কংগ্রেস টিকিট না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যে রাইজর দল এবং অসম জাতীয় পরিষদ দলের মধ্যে টিকিট নিয়ে আজও চূড়ান্ত হয় নি। ওপর দিকে ইউ পি পি এল বিজেপি দলের বিরুদ্ধে প্রায় বিদ্রোহ ঘোষণা করেছে। তাদের ৮ টি আসন দেওয়া হয়েছে। সভাপতি প্রমোদ বড়ো মানতে চাইছেন না। এর মধ্যে বিজেপি সভাপতি রঞ্জিত দাস বলেন, বিজেপি রাজ্যের মানুষের বিকাশ ও নিরাপত্তা চাই। কোনো আপস করবেন না। ১০০ প্লাস আসন বিজেপি পাবে।









কোন মন্তব্য নেই