কান্দি শহরের উন্নয়নের পিছনে অপুর্ব
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ কান্দি বিধানসভা কেন্দ্রে আবার প্রার্থী হলেন কান্দি শহরের ছেলে, সবার কাছে ডেভিড বলে পরিচিত, সবার পছন্দ অপূর্ব সরকার। তিনি কান্দি শহরের রাস্তাঘাট পরিকাঠামো উন্নয়নে যথাসাধ্য করেছেন ও করছেন। শত বছরের প্রাচীন কান্দি পৌর সভার চেয়ারপার্শন অপর্ব সরকার আবার কান্দির বিধায়ক পদে জিততে পারলে কান্দি বাসী উপকৃত হবে। তৃণমূল কংগ্রেস এর প্রাক্তন বিধায়ক অপর্ব সরকার উত্তর বঙ্গ রাষ্ট্রিয় পরিবহনের চেয়ারম্যান পদে ও আছেন। তার উদ্যোগে কান্দিতে এক পৃথক বাসস্ট্যান্ড নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জিতলে সেই প্রকল্প গতি পাবে ।









কোন মন্তব্য নেই