Header Ads

শুভেন্দু-মমতা হাই ভোল্টেজ লড়াই, প্রধানমন্ত্রী ঝড় তুলতে আসছেন


নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  রবিবার বিগ্রেডে এক বিশাল জনসভায়  ভাষণ দেবেন। মিঠুন  চক্রবর্তী ,অক্ষয় কুমার উপস্থিত থাকবেন শোনা গেল। নন্দী গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই হাই ভোল্টেজ  যুদ্ধে প্রধানমন্ত্রী ঝড় তুলবেন।জমে উঠবে লড়াই। মমতার সঙ্গী অর্থ মন্ত্রী অমিত মিত্র আর নির্বাচনে লড়বেন না। তার মত সৎ পরিষ্কার ভাবমূর্তির তৃণমূল নেতা আর পাওয়া যাবে না। কাল যখন প্রধানমন্ত্রী কলকাতায় ভাষণ দেবেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে এল পি জি র  মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৫০ হাজার মহিলা নিয়ে রোড শো করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.