মাজুলি কেন্দ্রে আবার প্রার্থী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল, সি পি এম, সি পি আই,, সি পি আই এম এলকে ৬ টি আসন
নয়া
ঠাহর প্রতিবেদন, দিল্লি-গুয়াহাটিঃ দেশের একমাত্র
নদী দ্বীপ মাজুলির বিধানসভা
কেন্দ্রে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আবার প্রার্থী হলেন। বিধানসভার
অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী পুনরায় যোরহাট
কেন্দ্রে টিকিট পেলেন। সরভোগ, রঙ্গিয়া
কেন্দ্র কংগ্রেস জোট সি পি এমকে ছেড়ে দেবে। ওপরদিকে মারিগাঁও কেন্দ্রে সি পি
আইকে ছাড়া হবে। বিহালি কেন্দ্রে সি পি আই এম এলকে ছাড়বে
কংগ্রেস। একমাত্র
কেন্দ্র মরিগাঁও কেন্দ্রে প্রাক্তন বিধায়ক মুনিন মহন্ত সি পি
আই দলে লড়বে। বহরমপুর কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল
কুমার মহন্তর প্রার্থিত্ব পদ
অক্ষত থাকবে কিনা না। নগাঁও কেন্দ্রের প্রাক্তন সাংসদ রাজেন গোঁহাই সেই কেন্দ্রে লেগে আছেন। বিধানসভার প্রাক্তন
উপাধ্যক্ষ সিলচরের বিজেপি বিধায়ক দিলীপ পাল, লামডিঙের
বিজেপি বিধায়ক শিবু মিশ্র, টিকিট
পাবেন কিনা সন্দেহ আছে। হোজাই
কেন্দ্রে শিলাদিত্য দেবকে নিয়েও
সন্দেহ আছে। কংগ্রেস, বিজেপি -অগপ দলের টিকিট নিয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,
বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার সরকারি আবাস, অসম ভবন,
মুখমন্ত্রী সোনোয়ালের আবাসে ম্যারাথন বৈঠক
চলছে। কংগ্রেস দলের টিকিট নিয়ে রাহুল গান্ধী, জিতেন্দ্র
সিং প্রমুখ রিপুন
বরা, প্রমুখ আলোচনা
চলছে। আজ রাতে নতুবা কাল চূড়ান্ত
হবে। কংগ্রেস, বিজেপি দলে ১০ থেকে ১২ জন করে
নতুন প্রার্থী থাকবে। রাইজর দলের
নেতা ভাস্ক ডি শইকিয়া
আজ অভিযোগ করেন কংগ্রেস
দলের অহংকারের
জন্যে আবার বিজেপি ক্ষমতায় আসবে।









কোন মন্তব্য নেই