সাংবাদিক অমল গুপ্ত, সাংবাদিক হরেন বুরাগোহাই কোভিড ভ্যাকসিন নিলেন
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসমে
দ্বিতীয় পর্যায়ে কোভিড
ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। ৬০ বছরের উর্দ্ধে ও
অন্যান্য জটিল রোগে আক্রান্ত ৪৫ বছরের
উর্দ্ধে ব্যক্তিদের কোভিড ভ্যাকসিন দেওয়া
হচ্ছে। ব্যক্তিগত পরিচয় পত্র ও মেডিক্যাল সার্টিফিকেট দেখিয়ে এই ভ্যাকসিন দেওয়া
হচ্ছে সম্পূর্ণ বিনা মূল্যে। তবে বেসরকারি হাসপাতালে ২৫০ টাকা করে দিতে হয়।
গুয়াহাটি দিসপুর ক্যাপিটাল হাসপাতালে আজ বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর-এর সম্পাদক
অমল গুপ্ত, অসম বিধানসভার রিপোর্টারস কমিটির সচিব
তথা বিশিষ্ট সাংবাদিক হরেন বুরাগোহাই, অবসরপ্রাপ্ত শিক্ষিকা
সান্তনা গুপ্ত সহ প্রায় ৪০ জন
কোভিশিল্ড ভ্যাকসিন নিলেন। আবার ২৮ দিন পর
দ্বিতীয় ডোজ নিতে হবে। ভ্যাকসিন নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে অমল গুপ্ত জানান, সূচ
ফোটানোর সাধারণ ব্যাথ্যা হয়েছিল, অন্য
কোন সমস্যা হয়নি। তিনি বিনা সংকোচে এই টিকা
নেওয়ার আহ্বান জানিয়েছেন। নার্স
অঞ্জলি চৌধুরী জানান, প্রতিদিন ৪০ থেকে ৫০ জন করে
মানুষ এসে টিকা নিয়েছেন, এখন পর্যন্ত কারও
কোনো সমস্যা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ ১০৭৫ হেল্প
লাইন নম্বর দিয়েছেন। কারও অসুবিধা হলে এই নম্বরে যোগাযোগ
করা যাবে।









কোন মন্তব্য নেই