সাংবাদিক কুঞ্জমোহন রায়কে সাংবাদিক বান্ধব পুরস্কার
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসম সত্ৰ মহাসভা অসমের বিশিষ্ট সাংবাদিক, জাফার সাধারণ সম্পাদক কুঞ্জমোহন রায়কে ২০২১ সালের সাংবাদিক বান্ধব পুরস্কার প্রদান করে।
দিসপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জমোহন রায় আজ বোকোতে এই পুরস্কার
গ্রহণ করে অসম সত্ৰ মহাসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া,
ডাঃ দিব্যজ্যোতি শইকিয়া ও
অধ্যাপক ভবানী প্রাসাদ অদিকারীকেও সাহিত্য
জগতে সেতু বন্ধনের জন্যে পুরস্কার দেওয়া হয়। সনাতন
ধর্মীয় সমাজের মধ্যে ঐক্য সংহতি ভাতৃত্ববোধ জাগিয়ে তুলে
রাজ্যে সমন্বয়ের বার্তা দেওয়ার লক্ষ্যে অসম সত্ৰ মহাসভা প্রতি বছর
সমাজের অগ্রণী ব্যক্তিদের পুরস্কার প্রদান করে থাকে। কামরূপ
গ্রাম্য জেলার বোকোতে আজ শ্রী শ্রী সমারিয়া সত্ৰ -এর
সত্রাধিকার নিগমানন্দ অধিকারী ও
অন্যান্যরা এই মার্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন।









কোন মন্তব্য নেই