Header Ads

সৌরভের মত ছক্কা হাঁকাবো, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে : রাজনাথ সিং

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ বীরভূমের তৃণমূল সভাপতি  অনুব্রত মন্ডল বাংলাদেশ  থেকে খেলা হবে বাক্যটি  নিয়ে নিজের নির্বাচনী প্রচারে ব্যাপক ভাবে কাজে লাগিয়েছেন। তার বক্তব্য শেষ পর্যন্ত উস্কানিমূলক   বাক্যে পরিণত হয়। অনুব্রত বলতে শুরু করেন খেলা হবে  দিনের আলোতে  নয় রাতে, শুধু রাত নয়, রাত ৯ তার পর খেলা হবে। এই শব্দটি অসম বঙ্গের সব দল লুফে নিয়েছে। তৃণমূল থেকে সংক্রমিত হয়েছে কংগ্রেস, বিজেপি দলের মধ্যে। আজ কলকাতায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় সভাপতি জে পি নাড্ডা   বার বার বাক্যটি ব্যবহার করেন। রাজনাথ সিং বলেন, খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে, সৌরভ  গঙ্গোপাধ্যায়ের মত বিজেপি   ছক্কা  হাঁকাবে মমতাকে ধরাশায়ী করবে।   জে পি নাড্ডা তৃণমূল সরকারের কড়া সমালোচনা করে বলেন, মমতা দি একবার দিদি, একবার মা বোন সাজছেন, অথচ পশ্চিম বঙ্গে মা বোনদের সম্মান নেই, ধর্ষণের ঘটনায়  পশ্চিমবঙ্গ এক নম্বরে, নারী পাচার কান্ডে এক নম্বরে। তিনি বলেন, খেলা হবে  শান্তি সম্প্রীতি    রক্ষার খেলা হবে। বিকাশের খেলা হবে। উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ ও নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে। তিনি মমতার কড়া সমালোচনা করে বলেন  যে মমতা  সংখ্যালঘু তোষণ করেন, সেই মমতা মন্দিরে চণ্ডী পাঠ করছেন। তাকে বিজেপির সফলতাবলে  মন্তব্য করেন। যিনি পশ্চিমবঙ্গে  সরস্বতী পুজো, দুর্গা পুজো  উদযাপনে বাধা  দেন আজ চণ্ডী পাঠ করছেন। তাকে এই কাজ করতে বিজেপি বাধ্য করেছে। কেন্দ্রের বিজেপি নেতাদের ঘন ঘন পশ্চিমবঙ্গে  সফর   তৃণমূল সরকারকে বেকায়দাতে ফেলেছে। প্রতি ১০০ মিটারের মধ্যে পশ্চিম বঙ্গের পুলিশ  থাকবে না। কেন্দ্রীয় বাহিনী  মোতায়েন করা হবে। তৃণমূল  কংগ্রেস প্রতি নির্বাচনে বুথ দখল, রিগিংবুথ জ্যাম করেছে রাজ্য পুলিশের সাহায্যে। এই অভিযোগ করেছে। এই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। কংগ্রেস সি পি এম ও একই অভিযোগ করেছে।  মুখ্যমন্ত্রী  ঘরে ঘরে বিনামূল্যে রেশন পৌছিয়ে দেবে বলায়  বিজেপি নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ  করেছে। নিবার্চন কমিশন  নিদিষ্টভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর উপর হামলা হয়নি। কেবল দুর্ঘটনা তার পরেও তৃণমূল  হামলা বলে  সহানুভূতি আদায় করতে  চাইছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.