ভারতবাসীর প্রতিজনের মাথায় ছাদ, আর বিশুদ্ধ জল সুনিশ্চিত, ভারতবাসীর সন্তান বহিরাগত নয় : প্রধানমন্ত্রী
অমল
গুপ্ত, গুয়াহাটি : ২০২২ সালে স্বাধীনতার 75 বছরে দেশের প্রতিটি পরিবারকে পাকা ঘর আর বিশুদ্ধ
জল দেওয়া হবে। প্রধানমন্ত্রী আজ বিহপুরিয়া তে এক নির্বাচনী সভাতে ভাষণ দিতে গিয়ে এই অঙ্গীকার করেন।তিনি লখিমপুরের লাল চালের কথা উল্লেখ করে বলেন, এই চাল বিদেশে রপ্তানি
করে অর্থনীতিকে শক্তিশালী করা যেতে পারে। জৈবিক সামগ্রী উৎপাদনের স্থল আছে। কংগ্রেস
দলের জোটকে ঝুটা জোট বলে উপহাস করে প্রধান মন্ত্রী বলেন, এই
দল যে কোনো শক্তির সঙ্গে গাঁট ছাড়া বাঁধতে পারে। দেশের
মানুষের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করে চলছে। এমন সব
দলের সঙ্গে হাত মিলিয়েছে যারা অসমের নামঘর সত্ৰ বেদখল করেছে। কাজিরঙার গন্ডার হত্যা করেছে। তাদের মানুষ চেনে। এর জবাব দেবে। পশ্চিমবঙ্গের
মেদিনীপুর জেলার কাঁথিতে প্রধানমন্ত্রী আজ আক্রমণাত্মকভাবে তৃণমূল সরকারকে
বিঁধেছেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। তিনি বিশাল জনসভায় বলেন,
রবীন্দ্রনাথ, বঙ্কিম চন্দ্র, শ্যামা প্রাসাদ,
নেতাজি সুভাষ সবাই ভারত মাতার সন্তান, তারা এই
বঙ্গে জন্মগ্রহণ করেছেন। তারা কি বহিরাগত? তারা বঙ্গ ভূমির সন্তান। ভারত
মাতারও সন্তান। কবিগুরুর জাতীয় সঙ্গীতের কথা উল্লেখ
করে প্রধানমন্ত্রী বলেন, তিনি কি বাহিরাগতদের জয় গান গেয়েছেন? এই
মেদিনীপুর জেলাতে এক সভায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের
প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলতেও কুন্ঠিত হলেন না। তিনি বলেন, উত্তরপ্রদেশ থেকে
বহিরাগত সব গুন্ডা বিজেপি নেতা এখানে এসে কপালে সিঁদুরের টিপ
পড়ে আর পান চিবোতে চিবোতে
তৃণমূলকে গালি-গালাজ করে। প্রধানমন্ত্রী
বলেন, ২ মে
দিদির শেষ খেলা হবে। জবাবে মমতার জবাব
বিজেপিকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না শেষ দেখে ছাড়বে।









কোন মন্তব্য নেই