Header Ads

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক গৌরীশঙ্কর চক্রবর্তী প্রয়াত

 

সুব্রত দাস, বদরপুর: পশ্চিম কাঠিগড়ার জালালপুরের সন্তান তথা রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের (RSS) উত্তর-পূর্ব ভারতের জ্যেষ্ঠ প্ৰচারক গৌরীশঙ্কর চক্রবর্তী বুধবার সকাল ৬:৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গৌরীশঙ্কর চক্রবর্তী ৪৬ বৎসর থেকে প্রচারক যাত্রায় ছিলেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭১। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় সংঘের কাজ আরও মজবুত করেছিলেন গৌরী শঙ্কর চক্রবর্তী। দিল্লিতে এমএসসি আর এলএলবি করেন এবং তখনই সংঘের প্রচারক হিসেবে কার্য্যরত হন। সেখান থেকে ডিব্রুগড় বিভাগ প্রচারকের দায়িত্ব অর্পিত হয়।আসাম প্রান্তের শারীরিক প্রমুখ ছিলেন।পরবর্তীতে দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক ছিলেন। সর্বশেষ উনি ডিব্রুগড়ে আসাম ক্ষেত্রের সহ-ক্ষেত্রীয় প্রচারক ছিলেন। সংঘের অখিল ভারতীয় কার্যকরী সমিতির সদস্যও ছিলেন। উনি অনেক বই ও গান লিখেছেন।অনেক বই বাংলা এবং আসামী ভাষায় অনুবাদও করেছিলেন। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২:৩০মি: এ বরিষ্ঠ প্রচারক গৌরী শঙ্কর চক্রবর্তীর পার্থীব শরীর শিলচর প্রান্ত কার্য্যালয়ে পৌঁছাবে। সম্ভবত বিকাল ৪টা থেকে ৪:১৫মি: এর মধ্যে কাঠিগড়ায় অন্তিম যাত্রা পৌঁছাবে। অন্তিম যাত্রা পৈতৃক গ্রামের হবে বলে  জানা গেছে। গৌরীশঙ্কর চক্রবর্তীর আকস্মিক প্রয়ানে বিদেহী আত্মার শান্তি কামনা করেন নয়া ঠাহর গৌষ্ঠীর রাষ্ট্রীয় পরামর্শদাতা সম্পাদক দিল্লীস্থ অর্ন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্ত। ত্রিপুরার বিশিষ্ট সমাজসেবী কান্তি নাথও স্বনামধন্য প্রচারকের প্রয়ানে গভীর শোক প্রকাশ করেন।   


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.