Header Ads

প্রফুল্ল কুমার মহন্ত আপসহীন সংগ্রামী নেতা, অগপর ইস্তাহারে কা-এর উল্লেখ নেই

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত  অন্যায়ের  সঙ্গে আপস না করা এক সংগ্রামী নেতা অগপর তিন  মন্ত্রী কেশব মহন্ত, অতুল বরাফনিভূষণ চৌধুরী  নিজেদের  স্বার্থ চরিতার্থ করতে গিয়ে    বিজেপির কাছে  নিজেদের বিকিয়ে দিলেন। বিজেপির কাছে বিক্রি হয়ে গেলেন। আজ দিসপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অসম আন্দোলন  সংগ্রামী মঞ্চের মুখ্য আহ্বায়ক  প্রণব গোস্বামী  এই অভিযোগ করে বলেন, অগপর প্রতিষ্ঠাতা সভাপতি দুবারের মুখ্যমন্ত্রী প্রথম থেকে নাগরিকত্ব  সংশোধনী আইনের বিরোধিতা করে আসছেনসেই কারণে বিজেপিকে  খুশি করার জন্যে   বহরমপুর কেন্দ্রাকে টিকিট দেওয়া হল না। রাজনৈতিকভাবে তাকে হত্যার চেষ্টা হল। এই মঞ্চের মুখ্য উপদেষ্টা মহন্ত বিজেপি হারাবার জন্যে সব কা বিরোধী দলগুলোকে এক প্লাট ফর্মে আনার চেষ্টা করেছিলেন। আজ অগপ  ইস্তাহার প্রকাশ করেছে সেখানে  কা আইনের বিষয়টি অর্ন্তভুক্ত করা হয়নি বলে  গোস্বামী জানান। প্রাক্তন মন্ত্রী বারকি প্রাসাদ টেলেঙ্গা বলেন, পশ্চিম বঙ্গের তিন কোটি মতুয়া সমাজকে নাগরিকত্ব প্রদানের জন্যে বিজেপি কা এনেছে।  অসমের বন্যা সমস্যা সমাধানে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর অদ্ভুত  যুক্তির  সমালোচনা করে বলেন, কিছু পুকুর খনন করে কি বন্যা সমস্যা সমাধান করা যায়। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ আজ উজানে  বলেন, অসমের জমির উপরে ও নীচে যে সব প্রাকৃতিক সম্পদ আছে তার উপর নিয়ন্ত্রণের ভার অসমবাসীর হাতে  দিতে হবে।  অসমবাসীর স্বাভিমান রক্ষা করবে এজেপি। অন্য দল পারবে  না। অপর জাতীয়তাবাদী দল রাইজর দলের সভাপতি কারারুদ্ধ অখিল গগৈয়ের পক্ষে নিবার্চন প্রচারে এসেছেন দেশের বিশিষ্ট পরিবেশ নেত্রী মেধা পাটকর ও সন্দীপ পাণ্ডে। শিবসাগর থেকে অখিল নির্বাচনে লড়ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নতুন করে কোভিড প্রটোকল মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছে। নির্বাচনী  সভাগুলিতে প্রচুর ভিড়  জমছে। উৎসব   সভা সমিতি  পরিহার করার নির্দেশ দিয়েছে।  মাস্ক পড়া ও সামাজিক  দূরত্ব বিধি  মানাকে বাধ্যতামূলক করেছে। না মানলে   শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে।

 

 

 

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.