Header Ads

শিল্পীসত্তার নাড়ির টানে ফিরে আসা ...

তাপস দেবনাথ

যৌথ মধ্যবিত্ত পরিবারের এক উজ্জ্বল সন্তান শিল্পী অনুপম কান্তি চন্দ্র। অতি শৈশব থেকেই পড়াশোনা ও শিল্পকলার প্রতি গভীর আকর্ষণ বসত সে সর্বশিক্ষা পারদর্শী হতে থাকে তাই তো সেই তার মা দিদি দের শেখানো রবিন্দ্র নৃত্য শিখে তিন বছর বয়সে পাড়ায় পাড়ায় সুনাম অর্জন করে।পড়াশোনায় সে এতই ভালো ছিল যে সে ১৯৭৭ থেকে ১৯৭৯ পর্যন্ত অর্থাৎ অষ্টম নবম ও দশম শ্রেণি, এই তিন বছর ন্যাশনাল স্কলারশিপ পায়। 

চন্ডিগড় থেকে কথক নৃত্যের সপ্তম বর্ষের পরীক্ষায় তিনি স্বর্ণপদক লাভ করে। এত ভাল শিল্পী হওয়া সত্ত্বেও সে শিল্পকে নিজের জীবনের প্রথম সারিতে আনতে পারেনি, তাই সে গ্রহণ করে খড়গপুর রেল ওয়ার্কশপ এর সিনিয়র ইঞ্জিনিয়ার পদ। দীর্ঘদিন এই চাকরি এবং দায়িত্ব নিয়ে সংসার; এইসব কাজের দায়িত্ব পালন করতে গিয়ে তার শিল্পসত্তাকে সে সরিয়ে রেখেছিলো এবং যখনই সুযোগ পেয়েছে সে তথাকথিত বিভিন্ন গুরুদের কাছে কত্থক নৃত্যের তালিম গ্রহণ করেছে।কিন্তু তা প্রকাশ করতে পারেনি। 

তাই সে ঠিক করল যত কষ্টই হোক, আর চাকরি করবে না। 

লকডাউন পিরিয়ডে, ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ তে voluntary retirement গ্রহণ করে অতি আনন্দের সঙ্গে, তার একটাই কারণ- বাকি জীবনটা সে সাধনার মধ্যে থাকতে চায় এবং যে সময় সে এতদিন ধরে কর্মের জন্য ব্যয় করেছে তা শিল্পের জন্য ব্যয় করতে চায়! শিল্পকে ভালবেসে বাকি জীবনটা ঝুঁকি নিতে প্রস্তুত। ইচ্ছে করলে সে আরো পাঁচ বছর তার চাকুরী চালিয়ে যেতে পারতো। কিন্তু শিল্পের নাড়ির টান যার রক্তের মধ্যে থেকে যায় সে বোধহয় এই ভাবেই আবার শিল্পীর পূর্ণতা পাবার জন্য শিল্পকর্মে নিযুক্ত হয়। 

তাই, বীরের মতন এই যোদ্ধাকে আমরা সম্মান জানাই এবং তিনি যেন আগামী দিন খুব ভালো থাকেন ঈশ্বরের কাছে এই কামনা করি।


[লেখক কলকাতার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী।]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.