Header Ads

শিলচর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী অনুপ দত্ত...



নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : শহরের ইনকাম ট্যাক্স অনুশীলনকারী তথা আসন্ন বিধানসভা নির্বাচনের নির্দল প্রার্থী অনুপ দত্ত শিলচর বিধানসভা কেন্দ্রে শুক্রবার মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানা গেছে।সমাজের প্রতি যুবসমাজের যে দায়বদ্ধতা সেটা মনে করিয়ে দিতেই তিনি এবারের এই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বলে জানান অনুপ দত্ত।  তাছাড়া, মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে বুধবার দত্ত বরাক উপত্যকা তথা অসমের  বর্ষীয়ান নেতা কবীন্দ্র পুরকায়স্থের বাড়িতে গিয়ে উনার আশীর্বাদ নেন। কবীন্দ্রবাবু অনুপ দত্তকে যুবসমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার জন্য উপদেশ ও আগামী দিনের জন্য শুভেচ্ছা ও আশীর্বাদ দেন বলে প্রাপ্ত সূত্রে খবরটি জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.