Header Ads

দেশে করোনার কামব্যাক, উদ্বিগ্ন দেশ

নয়া দিল্লিঃ দেশে উর্দ্ধমূখী  করোনা সংক্রমণ, সর্বোচ্চ নাগপুর, সেখানে ২১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ২২,৮৫৪ জন আক্রান্ত হয়েছেন। দেশে মোট ১,২২,৮৫,৫৬১ জন আক্রান্ত হয়েছেন। করোনার এক্টিভ কেস ১,৮৯,২২৬ জন। এখন পর্যন্ত ১,৫৮,১৮৯ জন মারা গেছেন। দেশে এপর্যন্ত দু কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সহ বিশ্বের  বিভিন্ন দেশকে ভারত ভ্যাকসিন সরবরাহ করে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রসংশা অর্জন করেছেন।   এর মধ্যে ভালো খবর প্রধানমন্ত্রীর মা  ৯৯ বছরের  হীরাবেনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী টুইট করে একথা জানিয়েছেন। দেশবাসী তার সুস্থতা কামনা করে  শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.