Header Ads

হাতিগাঁওয়ে সাংবাদিক হত্যা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ গুয়াহাটির হাতিগাঁও অঞ্চলের শেফালী পথের এক নর্দমায়   সাংবাদিক পূর্বজ্যোতি  চুতিয়ার  মৃতদেহ  উদ্ধার করা হয়। এই  রহস্যজনক  হত্যা কাণ্ডের এখনও কিনারা হয়নি।   দিসপুর প্রেস ক্লাব, জাফা, গুয়াহাটি প্রেস ক্লাব এই ঘটনার  নিন্দা করে অবিলম্বে  অপরাধীকে  গ্রেফতারের দাবি জানিয়েছে। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.