Header Ads

নির্দল প্রার্থীর বয়োজ্যেষ্ঠা ভদ্রমহিলার দোল পূর্ণিমার আশীর্বাদ গ্ৰহন...



নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে শিলচরের নির্দল প্রার্থী তথা জনপ্রিয় ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার অনুপ দত্ত শহরের প্রত্যেক পাড়ায়-পাড়ায় ও আনাচে কানাচে নিজের জনসংযোগ অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। অনুপ দত্ত শহরের ন্যাশনেল হাইওয়ে রোডের বঙ্কিম সরণীর বয়োজ্যেষ্ঠা ভদ্রমহিলা ঊষা দত্ত চৌধুরীর বাড়িতে গিয়ে রবিবার দোল পূর্ণিমার আগে আশীর্বাদ নেন। উল্লেখ্য, ঊষা দত্ত চৌধুরী বরাকের প্রখ্যাত শিক্ষাবিদ প্রয়াত অরুণ দত্ত চৌধুরীর সহধর্মিণী ও শহরের এককালের নামী চার্টার্ড একাউন্টেন্ট প্রয়াত অতনু দত্ত চৌধুরীর মা। নির্বাচনে দাঁড়ানো প্রার্থীর সাথে দত্ত চৌধুরী পরিবারের সম্পর্ক বহুদিনের। 

[প্রয়াত চার্টার্ড একাউন্টেন্ট অতনু দত্ত চৌধুরী] 

ঊষা দত্ত চৌধুরী পুত্রসম অনুপ দত্তকে সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ প্রদান করেন।প্রার্থী পরিবারের পিসি অনিতা দত্ত চৌধুরীকেও প্রণাম জানিয়ে আসন্ন নির্বাচনের জন্য আশীর্বাদ চান। 

"জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার পেশাদার জীবনের যিনি গুরু সেই প্রয়াত অতনু দত্ত চৌধুরী স্যারকে বিনীত চিত্তে স্মরণ করছি," বলেন নির্বাচনে দাঁড়ানো নির্দল প্রার্থী অনুপ দত্ত। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.