Header Ads

নন্দীগ্রাম নিয়ে বুদ্ধদেব নীরবতা ভেঙে সরব হলেন

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : নন্দীগ্রাম  পশ্চিমবঙ্গ রাজনীতির কেন্দ্র বিন্দু। সারা দেশ তাকিয়ে আছে কেন্দ্রর নির্বাচন ফলাফলের দিকে। এই  কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন তারই  একদিনের  সর্তীর্থ শুভেন্দু অধিকারীর সঙ্গে। অধিকারী পরিবার আজ বিজেপিতে। তৃণমূল আন্দোলনের ফলে টাটারা গাড়ি  নির্মাণের   কারখানা গড়েও বাংলা ছাড়তে বাধ্য হয়। সেই নন্দীগ্রামের লড়াই   সম্পর্কে প্রাক্তন  বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব  ভট্টাচার্য আজ এক বিবৃতি প্রকাশ করে বলেন, আজ নন্দীগ্রাম সিঙ্গুরে শ্মশানের  নীরবতা বিরাজ করছে।  কুটিল চিত্র নাট্যের  চক্রীরা আজ  বিভক্ত নিজেদের মধ্যে কাদা  ছুঁড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার পায়ে আঘাত করার জন্যে শুভেন্দু আধিকারীকে দায়ী করেছেন। শুভেন্দু বলেছেন, দিদিকে ভোট দিলে বাংলাকে মিনি পাকিস্থান বানাবে। মমতা বলেছেন, তাকে হিন্দু ধর্ম  শেখাতে হবে না রোজ বাড়ি থেকে চন্ডী পাঠ করে বেরোয়। শিশির অধিকারী প্রশ্ন তোলেন  মমতা দিদি হাওয়াই  চপ্পল পড়ে  তিন  চারটি বিমান চড়ছে কি করে। কে ভাড়া যোগাচ্ছে। মহাজোটের প্রাথী  সিপি এম নেত্রী মীনাক্ষী  মুখার্জী   নন্দীগ্রামের প্রাথী  হিসাবে সারা দেশের নজর কেড়েছে। তিনি জোরালো।ভাষণ  দিচ্ছেন। প্রশ্ন তোলেন  নন্দীগ্রামে এত দুরাবস্থা কেন, এত বেকার কেন, এত খুনা খুনি কেন। মানুষের জীবন জীবিকার নিরাপত্তা নেই কেন। ১০ বছর তৃণমূল সরকার কি করেছে। এর জবাব দিতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.