বহুমুখী প্রতিভার বাচিকশিল্পী...
ছবি: বাচিকশিল্পী দেবাশীষ কুমার বোস
তাপস দেবনাথ :: কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে মনতোষ চন্দ্র বসুর সন্তান দেবাশীষ কুমার বোস। শৈশবের পারিবারিক সংস্কৃতি থেকে গত ৩৫ বছর ধরে আবৃত্তি জগতের এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি একাধারে সঙ্গীতশিল্পী, একাধারে বাচিকশিল্পী। তিনি তবলা বাজাতে পারেন আবার অভিনয় করতে পারেন। তার বহুমুখী প্রতিভা। তিনি বাচিকশিল্পী হলেও, নানা শাখা-প্রশাখায় তার কর্মের ধারাকে প্রসারিত করেছেন এবং মানিয়ে নিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে। তাইতো তিনি কখনো অনুষ্ঠান সঞ্চালনা করেন, কখনো আবৃত্তি করেন, কখনো শ্রুতিনাটক করেন। তার এই বহুমুখী প্রতিভাকে তিনি বর্তমানে কত্থক নৃত্যের সঙ্গে যৌথভাবে এক নবরূপে প্রকাশ করেছেন বিভিন্ন বিশিষ্ট লেখক এর সুন্দর সুন্দর লেখনীর মাধ্যমে কত্থক ও আবৃত্তির এক যুগলবন্দী দর্শককে এই বাচিক শিল্পের এক নতুন আস্বাদন এনে দিয়েছে। তার সঙ্গে কথা বলে বোঝা গেছে তিনি শৈশব থেকেই তবলা শিখেছেন বিষ্ণু মিত্রের কাছে এবং সঙ্গীত শিক্ষা করেন শ্রদ্ধেয়া বাণী ঠাকুরের কাছে। তিনি মনে করেন তাল,লয়, সুর, ছন্দ এগুলোর জ্ঞান পর্যাপ্ত না থাকলে এই শিল্প করা সম্ভব নয়। তাই, তিনি দর্শকের কাছে হয়ে উঠেছেন এক প্রিয় শিল্পী এবং তার কর্মধারা দেশে ও বিদেশে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন আসলে অনেকেই এই বাচিক শিল্পী হিসেবে বর্তমানে আছেন কিন্তু এই শিল্পকে আত্মস্থ না করতে পারলে এই কাজ সঠিকভাবে করা সম্ভব নয়। বর্তমানে তিনি তথ্য সংস্কৃতি ও রবীন্দ্রসদনের নিয়মিত শিল্পী। ঐন্দ্রিলা জাতীয় সঙ্গীত আ্যকাডেমি নামে একটি সংস্থা স্থাপন করেছেন, যেখানে প্রতিবন্ধী শিশুদের সম্পূর্ণ বিকাশের জন্য, তাদের শিল্পকলা প্রদর্শনের ব্যবস্থা করেন। তার মন আধ্যাতিকতায় বিশ্বাসী তাই তিনি অনেক আধ্যাত্বিক বিষয়ের উপরেও কাজ করেন, সমাজের গরিব শিশুদের নিয়েও তার অনেক ভাবনা চিন্তা। এরকম একজন সিনিয়র বাচিক শিল্পীকে আমরা শ্রদ্ধা জানাই। তার এই সুন্দর কর্ম আগামী প্রজন্মকে অনেক দিশা দেখায় ভগবানের কাছে তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন আমরা কামনা করি।
[লেখক কলকাতার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী।]









কোন মন্তব্য নেই