প্রয়াত প্রাক্তন বনকর্মী জহর জ্যোতি চক্রবর্তী...
জপমালা চক্রবর্তী,হাইলাকান্দি: প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত বনকর্মী জহর জ্যোতি চক্রবর্তী। শুক্রবার সকাল ৭ টা নাগাদ হঠাৎ অসুস্থ অনুভব করলে উন্নত চিকিৎসার জন্য উনাকে নিয়ে শিলচরে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাঝপথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বলে জানা গেছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫।
রেখে গেছেন 86 বৎসরের বৃদ্ধ মা,স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে, জামাতা, পুত্রবধূ সহ অনেক গুণমুগ্ধ বন্ধুবান্ধবকে। উনার স্ত্রী কাটিগড়ার প্রাক্তন জিপি সভানেত্রী ছিলেন বলে জানা গেছে। পাঁচ বছর আগে চাকুরী থেকে অবসর নেন জহর জ্যোতি ।হাইলাকান্দি জেলার মাটিজুড়িতে ফরেস্ট অফিসার হিসেবে সুনামের সঙ্গে কাজ করে গেছেন বলে জানা গেছে।
উনার মৃত্যুর খবর পেয়ে উনার বাড়িতে গিয়ে উনার পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়ে সমবেদনা জ্ঞাপন করেন হাইলাকান্দি বনবিভাগ থেকে সদ্য অবসরপ্রাপ্ত ডিএফও এন এইচ মজুমদার এবং বরাক উপত্যকার বনকর্মচারী সংস্থার সহ-সভাপতি শিশির দাস।
উনার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন বরাক উপত্যকার বনকর্মচারী সংস্থার আঞ্চলিক কমিটির মুখ্য প্রচার সম্পাদক তথা অবসরপ্রাপ্ত বনকর্মী শুভসুন্দর দেব চৌধুরী,সাধারন-সম্পাদক পৃথ্বিজিৎ দাস, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা অবসরপ্রাপ্ত রেঞ্জ অফিসার আক্রম হোসেন তালুকদার, বরাক উপত্যকার বনকর্মচারী সংস্থার আঞ্চলিক কমিটির উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত রেঞ্জ অফিসার অশোক সেন, অবসরপ্রাপ্ত এ,সি,এফ নবেন্দু দে সহ অন্যান্যরা। সুদূর হায়দরাবাদ থেকে গভীরভাবে শোক প্রকাশ করেন বরাক উপত্যকার বনকর্মচারী সংস্থার আঞ্চলিক কমিটির সক্রিয় সদস্য তথা অবসরপ্রাপ্ত রেঞ্জ অফিসার হিন্দোল কান্তি মজুমদার। চাকুরীক্ষেত্রে প্রায় প্রত্যেকের সঙ্গেই ছিল জহর জ্যোতির নিবিড় সম্পর্ক। উনার মৃত্যুতে বনবিভাগে শোকের ছায়া নেমে এসেছে বলে সংস্থা সূত্রে খবরটি জানা গেছে।









কোন মন্তব্য নেই