Header Ads

করিমগঞ্জে প্রধানমন্ত্রীর সফরে বিশেষ যানবাহন নিয়ন্ত্রণ

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : করিমগঞ্জে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বুধবার মধ্যরাত থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাখরশাল বাবা হোটেলের সামনে ও পোয়ামারায় কালীগঞ্জ রাস্তার চৌমাথায় অবস্থিত করিমগঞ্জ বাইপাস সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নিলামবাজারের দিক থেকে আসা হাল্কা যাত্রীবাহী গাড়িগুলো পোয়ামারা, মেদল, কানিশাইল এবং এওসি পয়েন্ট হয়ে চলাচল করতে পারবে। বদরপুরের দিক থেকে আসা হাল্কা যাত্রীবাহী গাড়ি গুলো মোবারকপুর, শিলচর রোড এবং এওসি পয়েন্ট হয়ে চলাচল করতে পারবে।  ১৮ মার্চ ভোর পাঁচটা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত করিমগঞ্জ শহর ও শহর সংলগ্ন এলাকায় অটোরিকশা এবং ই-রিকশা চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি ওই নির্দিষ্ট সময়ে আন-অথরাইজ পার্কিং সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। আর কালীগঞ্জের দিক থেকে আসা হাল্কা যাত্রীবাহী যানবাহনগুলো পোয়ামারা বাইপাস তেমাথা দিয়ে বের হতে পারবে। শহরতলীর ভাটগ্রামে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য ব্যবহার করা ই-রিকশাকে পোয়ামারায় আইএসবিটিতে পার্কিং করতে হবে বলে জেলা জনসংযোগ জানিয়েছে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.