Header Ads

কাটলিছড়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থীর পথের কাঁটা চা জনগোষ্ঠীর প্রার্থীরা

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : কাটলিছড়া বিধানসভা আসনে এবারের নির্বাচন বেশ জটিল হয়ে পড়েছে কারণ একদিকে এআইইউডীএফ মনোনীত প্রার্থী সুজাম উদ্দিন লস্কর অন্যদিকে রয়েছেন কংগ্রেস প্রার্থী সঞ্জীব রায় এবং জেড,ইউ মনোনীত প্রার্থী রামকুমার নুনিয়া। সংখ্যালঘু ভোটে বেশ প্রভাব রয়েছে সুজাম উদ্দিন লস্করের। বাগান ভোটে নিজেদের ব্যাপক প্রভাবের দাবি করেছেন চা জনগোষ্ঠীর দুই নেতা - সঞ্জীব রায় ও রামকুমার নুনিয়া। চা জনগোষ্ঠীর ভোট এভাবে বিভাজীত হলে জয় মুশকিল হবে বিজেপি মনোনীত প্রার্থী সুব্রত নাথের। বিশেষ সুত্রে জানা গেছে রামকুমার নুনিয়াকে বুঝিয়ে সুঝিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছেন বিজেপি নেতারা, কিন্তু রামকুমার নুনিয়াকে মানানো য়ায়নি। তিনি নিজের সিদ্ধান্তে অনড়  রয়েছেন। কারণ এবারের নির্বাচনে বিজেপি যেভাবে চা জনগোষ্ঠীকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করেছে তা চা জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে, ওয়াকিবহাল মহলের ধারণা । এসম্পর্কে প্রশ্ন করলে রামকুমার নুনিয়া বলেন এবার বিধানসভা নির্বাচনে চা জনগোষ্ঠীকে বঞ্চনার সঠিক উত্তর দিবেন জনগণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.