Header Ads

করিমগঞ্জে ইভিএম,ভিভিপাট রেনডমাইজেশন সম্পন্ন

করিমগঞ্জ, ৯মার্চ : সোমবার করিমগঞ্জ জেলায় আসন্ন নির্বাচনের কাজে ব্যবহৃত ইভিএম ও ভিভিপ্যাটের রেন্ডমাইজেশন সম্পন্ন হয় । জেলাশাসকের কনফারেন্স হলে সবকটি রাজনৈতিক দলের কর্মকর্তাদের উপস্থিতি তে এই রেন্ডিমাইজেশন সম্পন্ন হয় । জেলাশাসক আনবামুথান এমপি, অতিরিক্ত জেলাশাসক পি কে গুপ্তা, এডিসি নিসর্গ হিবরে, জেমস এইন্ড, ইলেকশন অফিসার জাগৃতি কালোয়ার প্রমুখের উপস্থিতি তে প্রথম রেন্ডমাইজেশন সম্পন্ন হয় । রাজনৈতিক দলগুলির পক্ষে কংগ্রেসের ফয়েজ আহমেদ, বিজেপির সুজিত পুরকায়স্থ, সমাজবাদী পার্টির গোপালচন্দ্র পাল প্রমুখ রেন্ডমাইজেশনের সময় উপস্থিত ছিলেন । কনফারেন্স হলে এদিন পাঁচটি বিধানসভা চক্রের প্রথম রেন্ডমাইজেশন অনুষ্ঠিত হয় । এদিকে এদিনই জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ইভিএম ও ভিভি প্যাটের সেগ্রিগেশনের কাজ শুরু হয় । রাজনৈতিক দলের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে থাকা কন্ট্রোল রুম খুলে এই সেগ্রিগেশনের কাজ হয় । বৃহস্পতিবার পর্যন্ত এই সেগ্রিগেশনের কাজ চলবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.