Header Ads

কলকাতা স্ট্যান্ড রোডে রেল ভবনে অগ্নিকান্ডে ৯ মৃত্যু

কলকাতা :  স্ট্র্যান্ড রোডে কয়লা ঘাটে রেল ভবনের ১৩ তলায়  ভয়াবহ অগ্নি কান্ডে ৯ জনের মৃত্যু, দমকল বাহিনীর   ব্যর্থতার অভিযোগ। প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্য ঘোষণা। কলকাতায়  বড় বড় বাড়িতে  অগ্নিকাণ্ডের কোনো সুরাহা হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রেল ভবনের ম্যাপ পাওয়া যায়নি।  রেল দায়িত্ব পালন করেনি। রাতে মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। সরকার ১০ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। রেলমন্ত্রী গোয়েল তদন্ত কমিটি  ঘোষণা করেন। এক পুলিশ অফিসার, রেল অফিসার সহ দমকলের কর্মীরাও  লিফটে আটকে  দমবন্ধ হয়ে ৯ জন  মারা গেছেন। এই ঘটনায় টুইটে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

স্ট্যান্ড রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, কলকাতার একিট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমি ব্যথিত। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও শোকজ্ঞাপন করছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বিজেপির রাজ॥ সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, স্ট্যান্ড রোডে আগুনের লেলিহান শিখা কেড়েছে ৯টি প্রাণ। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের আত্মার শান্তি কামনা করি ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

উল্লেখ্য, স্ট্যান্ড রোডের রেলের নিউ কয়লাঘাট বিল্ডিঙের আগুনের গ্রাসে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন দমকল কর্মী। একজন আরপিএফকর্মী ও একজন হেয়ারিস্ট্রিট থানার পুলিশ কর্মী রয়েছেন। এখনও পর্যন্ত একজনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌছান দমকল কর্মী সুজিত বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। রাতেই ঘটনাস্থল থেকে বেরিয়ে সোজা এসএসকেম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ রেলের। স্ট্র্যান্ড রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ এবং ২ লক্ষ টাকা করে আর্থি সাহায্যের বার্তা মোদীরও।

 

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.