Header Ads

জীবন মৃত হয়ে আজও দাঁড়িয়ে

অমল গুপ্ত :গুয়াহাটি: সে আজও দাঁড়িয়ে,সারা দেহে  উই পোকা মাটি,খসে খসে পড়ছে ছাল চামড়া,জীবনের শেষ প্রান্তে,একটি মাত্র শাখা , গুটি কয়েক  সবুজ  ধূসর পাতা কোনো রকমে   শেষ নিঃশ্বাস  ফেলছে।  পাশে  চন্দন ,পেয়ারা  গাছ ওকে  আগলে   রেখেছে।ও  মুুক্ত র মতো   শিশির  মাখা  ভিজে  মাাটি  তে  ঝরে  পরত,   আজ শুধু  অতীত।   ভোরের ট্রেনে জয়শ্রী ফিরে যেত,এক মুঠো করে ফুল তুলে তাকে দিতাম, আর তো  হবে না। ভোরের শিশির মাখা ফুল  দিয়ে  ঋষি অরবিন্দ ,শ্রীমার প্রতিকৃতিতে  শ্রদ্ধা জানাতাম   সেই  শ্রদ্ধার ফুলকে হত্যার নানা ষড়যন্ত্র হয়েছিল ,  নানা ঝড় ঝাপটা   পেরিয়ে,আজ স্বাভাবিক  মরণের কিনারে দাঁড়িয়ে,সে অনেক দিয়েছে, শরতের মেঘ মুক্ত সোনালী আকাশ নেই, রক্ত রাঙা পলাশ শিমুল,আর মন খারাপ করা    ঝরা পাতা , মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা। সবার জীবন টা বোধ হয় এমনই  সুখ যন্ত্রণার  সন্ধিক্ষণে, কার কখন মৃত্যু হবে, কে কখন টুপ করে ঝরে পড়বে,আমার বাড়ির বৃদ্ধ শিউলি গাছ টির মত। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.