গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র রাজনৌতিক দলের শিকার
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমের
সংবাদপত্রের ইতিহাসে রবিবার ছিল এক কলঙ্কিত দিন। এই ২৮ মার্চ অসমের সব প্রথম সারির সংবাদপত্রে
বিজ্ঞাপন কথাটা টি ন লিখে, পৃথকভাবে না ছেপে। সংবাদপত্রের হেডলাইনের
নিচে লিখে দিল- "উজানের সব কয়টি আসনে বিজেপির
নিশ্চিত জয়। "আরও লিখলো -"বিজেপির শুভাকাঙ্খী
ও কার্য কর্তাদের মধ্যে বিপুল উৎসাহ।"
বিজ্ঞাপন দাতা দল যেভাবে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দিয়েছে
সংবাদপত্রগুলো সেই ভাবে নির্দেশ মেনে কথাগুলো লিখে দিল। প্রচুর
টাকা পাওয়ার লোভে বিজ্ঞাপন কথাটি না লিখে পৃথকভাবে না ছেপে
ভোটার দের মধ্যে প্রভাব বিস্তার করার জন্যে তা লিখে পেড নিউজ
সমান দোষের ভাগিদার হল। এই খবর
পড়ে পাঠকরা বিভ্রান্তের শিকার হবে বলে অভিযোগ
করে কংগ্রেস সহ বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের দ্বারস্থ
হয়েছে। কংগ্রেস দল এই অভিযোগ করে দিসপুর থানায় যাবে বলে কংগ্রেস দল সূত্রে জানা
গেল। কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতা গৌরব বল্লভ এক সাংবাদিক সম্মেলন করে গুয়াহাটিতে
এই অভিযোগও করেন।
কোন মন্তব্য নেই