Header Ads

অসমে ইলেকট্রিক ট্রেন চলল

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি :   শনিবার  ছিল অসমের রেল জীবনে ঐতিহাসিক দিন। ২৭ মার্চের এই দিনে কামাখ্যা  রেল   স্টেশন থেকে  রঙ্গিয়া পর্যন্ত  ইলেকট্রিক ট্রেনের ইঞ্জিন পরীক্ষামূলক  চালানো হল। এবং সফল ও হল। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জন সংযোগ অফিসার শুভানন চন্দ  আজ এই প্রতিবেদককে এই  সুখবর দেন। তিনি বলেন, আগামী মে মাস থেকে  এই  অত্যাধুনিক ইলেকট্রিক ট্রেন  চালু হবে। তিনি বলেন, কোভিড বিধি মেনে সব ট্রেনের  যাত্রী সাধারণকে পরীক্ষা করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.