Header Ads

নন্দীগ্রামে হামলা নয় দুর্ঘটনা


নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়কে  নন্দীগ্রামে কেউ  ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। রাস্তার ধারে খুঁটিতে  গাড়ির ধাক্কা লাগলে  মুখ্যমন্ত্রী পায়ে কপালে চোট পান। নির্বাচন কমিশন তাদের  পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত  পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে  তাদের প্রতিবেদনে সেই কথা বলেছেন। হামলার  তত্ত্বে ঠান্ডা জল ঢেলে দিয়েছেন। মুখ্যাসচিবের প্রতিবেদনেও হামলার কথা বলা হয়নি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন পাঁচ যুবক তার গাড়িতে হামলা করেন। দরজা   চেপে দিলে তার  আঘাত লাগে। মুখ্যমন্ত্রী  বা পায়ে ব্যান্ডিজ বেঁধে  জন সভা শুরু করেছেন। বিজেপি কংগ্রেস অভিযোগ করেছে সহানুভূতি  টানার জন্যে মমতা এই নাটক করলো। নির্বাচন কমিশন রবিবার মুখ্যমন্ত্রীর  নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার বিবেক    সহায়কে সরিয়ে দিলেন। পূর্ব মেদিনীপুর এর  ডি সি এবং এস পিকে সরিয়ে ডি সি হিসাবে স্মিতা পাণ্ডে এবং সুনীল কুমার যাদবকে এস পি পদে আনলেন।  আগের দুজনকে সাসপেন্ড করা হয়। ১৭ মার্চের মধ্যে  প্রতিবেদন পাঠাবার কড়া নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.