Header Ads

ঊধারবন্দ চক্রে রাহুল রায়ের নির্দল প্রার্থী রুপে প্রতিদ্বন্দ্বিতা মুশকিলে ফেলতে পারে বিজেপিকে

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর: ঊধারবন্দ বিধানসভা নির্বাচন চক্রে ত্রিকোণ লড়াইয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে রাহুল রায়ের নির্দল প্রার্থী রুপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। বিগত এক বছরের বেশি সময় ধরে ঊধারবন্দ বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঘুটি সাজাচ্ছিলেন রাহুল রায়। মহাজোটের প্রার্থী রুপে প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর বাগান ভোট ও সংখ্যালঘু ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব রয়েছে এমতোবস্থায় রাহুল রায় হিন্দু ভোটে বিভাজন ধরাতে পারলে বর্তমান বি,জে,পি বিধায়ক ভানু সোমের জয়ী হওয়া মুশকিল হতে পারে কারণ চা জনগোষ্ঠীর মাত্র একজনকে টিকেট দিয়েছে বি,জে,পি য়ার দরূণ চা জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ রয়েছে। অবশ্য পরে আরও একটি আসন চা জনগোষ্ঠীর লোককে দেওয়া হয়েছে কিন্তু য়ে আসনটি দেওয়া হয়েছে তাতে জেতার সম্ভাবনা খুবই কম ফলে চা জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.