সোনাই বিধানসভা চক্রে দিন-রাত জনসম্পর্ক করে চলছেন আশীষ হালদার
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : কাছাড় জেলার সোনাই বিধানসভা নির্বাচন চক্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাড়ী-বাড়ী, পাড়ায়-পাড়ায় চষে বেড়াচ্ছেন কাছাড় জেলার গ্রাম রক্ষীবাহিনীর উপ-পরামর্শদাতা আশীষ হালদার। সোনাই বিধানসভা এলাকার বিভিন্ন সভা-সমিতিতে যে বিষয়টি সব চেয়ে বেশি চর্চিত তা হচ্ছে বেশিরভাগ হিন্দু ভোটাররা মনে করছেন সোনাইর বর্তমান বিধায়ক তাদের ঠগিয়েছেন। গত বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটাররা যেভাবে মন খুলে ভোট দিয়েছেন সে তূলনায় বর্তমান বিধায়ক কাজ করেননি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সু্যোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এক শ্রেণীর জনগন। আশিষ হালদার
যেখানেই যাচ্ছেন মনযোগ দিয়ে শুনছেন জনগনের অভাব-অভিযোগ এবং নির্বাচিত হলে সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন । ইতিমধ্যে বিজেপি দলের টিকিট পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী আশীষ হালদার। মজার ব্যাপার হচ্ছে সোনাই বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের টিকিটের প্রবল দাবিদার হচ্ছেন বর্তমান বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর।










কোন মন্তব্য নেই