Header Ads

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোয়ানপত্র পেশ করতে গিয়ে আহত হন

কলকাতা :  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  আজ   নন্দীগ্রামে মনোনয়ন পত্র পেশ করতে গিয়ে  ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়ে গুরুতর আহত হোন।তার পায়ে চোট লাগে। তাকে কলকাতা এস এস কে এম হাসপাতালের সাড়ে বার নম্বর স্পেশাল ওয়ার্ডে ভর্তি করা হয়। এই ঘটনায় দেশ জুড়ে  প্রতিক্রিয়ার   সৃষ্টি হয়েছে। রাজ্যপাল জগদীশ  ধনকর  হাসপাতালে গেলে তৃণমূল  সমর্থকরা গো-ব্যাক  স্লোগান দেয়। মমতা অভিযোগ করেন ঘটনার সময়  পুলিশ ছিলেন না। চক্রান্ত করে তাঁকে   ধাক্কা দেওয়া হয়।  তার বাম পায়ে চোট লেগেছে। গতকালই পশ্চিম বঙ্গের পুলিশ প্রধানকে নির্বাচন কমিশন সরিয়ে দেয়। বিজেপি নেতারা অভিযোগ করেছে  নির্বাচন কমিশনের বদ নাম করার জন্যে মুখ্যমন্ত্রী নাটক করছেন। বিজেপি নেতারাও  ঘটনার সি বি আই তদন্ত দাবি করেছেন।  বিহারের তেজস্বী যাদব অভিযোগ করেছেন নির্বাচনের সময়  মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের, তাই সেই দায়িত্ব নিতে হবে  কমিশনকে। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে  মনোয়ানপত্র পত্র পেশ করার পর ফেরার পথে এক মন্দিরে আশীর্বাদ নিতে গেলে ভিড়ের মধ্যে   ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়ে বাম পা, কপালে বুকে আঘাত পান। মমতা অভিযোগ করেছেন পাঁচজন যুবক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তার বিরুদ্ধে গভীর চক্রান্ত হয়েছে।  নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীকে গ্রীন করিডোর  করে দ্রুত কলকাতায় আনা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ  অধিকাংশ নেতা-মন্ত্রী  হাসপাতালে দৌড়ে যান। এস এস কে এম এ উডবার্ন ওয়ার্ডে তাকে ভর্ত্তি করা হয়েছে। হাজার খানিক মানুষ হাসপাতাল ঘিরে   আছে। রাজ্যপাল ও সেখানে রাত পর্যন্ত।  এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের  প্রতি সহানুভূতি ঝড়   বইবে। এই আশায় তৃণমূল  বসে আছে। নতুবা তৃণমূল থেকে যে হারে পদত্যাগের ধুম পড়েছে তাতে  বিজেপির  অবস্থা ক্রমশ উন্নতি  হচ্ছে।  এই ঘটনায় পশ্চিমবঙ্গে বহু জেলাতে বিক্ষোভ  শুরু হয়েছে। পথ অবরোধ হয়েছে। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.