মিলন দাস হাইলাকান্দি আসনের বিজেপি প্রার্থী
সুব্রত
দাস, বদরপুর : আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন
সভাপতি মিলন দাসকে হাইলাকান্দি আসনে প্রার্থী করেছে বিজেপি৷ আগের প্রকাশিত
তালিকায় হাইলাকান্দি জেলার একমাত্র কাটলিছড়ার উল্লেখ ছিল৷ সুব্রত নাথকে সেখানে
দাঁড় করায় পার্টি৷ আজ বুধবার আরও একটি আসনে প্রার্থী দিয়েছে এরা৷ এ দিন অসমের
তিন আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়৷ হোজাইয়ে শিলাদিত্য দেবের বদলে রামকৃষ্ণ
ঘোষকে বেছে নেওয়া হয়েছে৷ সিপাঝাড়ে দলীয় প্রার্থী হলেন পরমানন্দ রাজবংশী৷









কোন মন্তব্য নেই