শ্রীগৌরীতে বৃষ্টির জল সংরক্ষণের উপর বিশেষ সভা
সুব্রত দাস, বদরপুর : করিমগঞ্জ নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় শ্রীগৌরী নেতাজি বিদ্যাপীঠে বৃষ্টির জল সংরক্ষণের উপর এক সভা অনুষ্ঠিত হয়। শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন করিমগঞ্জ নেহরু যুব কেন্দ্রের অধীন বদরপুর ব্লকের ইনচার্জ অজিত দাস। এতে মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেতাজি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল। তিনি বৃষ্টির জল সংরক্ষণের বিভিন্ন উপায় নিয়ে বিশদ আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নাজিম উদ্দিন ও শিক্ষিকা মধুশ্রী দাস। সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় যুব স্বেচ্ছাসেবক সামস উদ্দিন ও হাসনপুর নিউ ইয়ং ফ্রন্ডস ক্লাবের সভাপতি সুলতান আহমেদ তাপাদার। এরপর বৃষ্টির জল সংরক্ষণের বিভিন্ন উপায় উপস্থাপন করার উপর একটি বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় ৮০ জনের অধিক ছাত্র-ছাত্রীরা।উক্ত প্রতিযোগিতা পরিচালনা ও মূখ্য বিচারকের দায়িত্বে ছিলেন শিক্ষক সেলিম উদ্দিন। এতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে ক্রমে আফজল হুসাইন ও মনির আহমদ। এরপর প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরুষ্কার প্রদান করা হয়। এরপর উপস্থিত সকলে জল সংরক্ষণের শপথ গ্রহণ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।









কোন মন্তব্য নেই