Header Ads

অঞ্জন দত্ত কন্যা অঙ্কিতা নির্বাচনে এগিয়ে




গুয়াহাটি নয়া ঠাহর,  রাজ্যের বিশিস্ট প্রয়াত মন্ত্রী অঞ্জন দত্ত  রাজ্যের সার্বিক উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে ছিলেন। তার  অসমাপ্ত কাজ  সম্পূর্ন করার লক্ষ্যে কন্যা অঙ্কিতা  দত্ত   আমগুড়ি কেন্দ্র থেকে  প্রতিদ্বন্দীতা করছেন। তিনি সংবাদ মাধ্যম কে বলেন, তার বাবা তার কাছে  মডেল রোল, তার কাজ কর্মের  প্রতি যে   মৰম ছিল, যে   দরদ ছিল,তা তিনি অনুসরণ করতে চাই। অগপ ও প্রদীপ হাজরিকার বিরুদ্ধে অঙ্কিতা লড়ছেন। তার বাবার মৃত্যু প্রসঙ্গে অঙ্কিতা বলেন তারা তিন বোন,সেই তিন বোন  বাবার অন্ত্যস্টেক্রিয়া  সুচারুভাবে সম্পন্ন করি। পুরুষ সমাজের  মধ্যে সংস্কারের   প্রশ্ব উঠেছিল।মহিলা সমাজ তাদের কাজে  সন্তোষ  প্রকাশ করেন।তাদের সমর্থনে এগিয়ে আসে। আমগুড়ির মহিলা ভোটার রা তার পাশে আছে।।প্রদেশ কংগ্রেস নেত্রী অঙ্কিতা বলেন  ছাত্র সমাজ, যুব সমাজ   ,চা শ্রমজীবী গরীব    মানুষের কল্যাণ অনেক  পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কংগ্রেস দলের পাঁচ নির্বাচনী গ্যারান্টির কথা তিনি বলেন।  আমগুড়ি কেন্দ্র এবার অঙ্কিতার হাতে আসবে।অঙ্কিতা কেন্দ্র টিকে  নতুন করে সাজাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.