ডাক্তার অর্ধেন্দু কুমার দে বিজেপিতে
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ কংগ্রেস
দলের বিশিষ্ট নেতা কয়েক
বারের মন্ত্রী-বিধায়ক হোজাই লামডিং
অঞ্চলের বাঙালির মুখ ডাক্তার
অর্ধেন্দু কুমার দে, শতবছরের প্রাচীন কংগ্রেস দল
ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি তাঁর পুত্র অনিরুদ্ধের জন্যে এবার টিকিট
চেয়েছিলেন। তা গ্রাহ্য হয়নি। প্রতিবাদে কংগ্রেস নেতারা অর্থের বিনিময়ে
টিকিট দেন অভিযোগ তুলে দল ত্যাগ করেন। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
হোজাইয়ে টিকিট না পাওয়া শিলাদিত্য দেবের বাড়িতে যাবার
দিন টেলিফোনে পুরোনো সহকর্মী ডাক্তার দের সঙ্গে কথা বলে আশ্বাস
দেন বিজেপি ক্ষমতাসীন হলে তাকে সম্মানজনক কোনো পদ
দেওয়া হবে। সেকথা আজ এই প্রতিবেদককে ডাক্তার দে জানান। টিকিট
না পেয়ে ক্ষুদ্ধ শিলাদিত্য দেবকে ও হিমন্ত কথা দেন বিজেপি দিসপুরে বসলে সম্মানজনক
মর্যাদাপূর্ণ পদ দেওয়া হবে। এবার রামকৃষ্ণ ঘোষকে বিজেপি টিকিট দিয়েছে।
শিলাদিত্য দেব হিমন্তকে কথা দিয়েছেন নির্বাচনে লামডিঙে বিজেপি প্রার্থী শিবু মিশ্র
এবং হোজাইয়ের রামকৃষ্ণ ঘোষের পক্ষে প্রচার চালাবেন। ডাক্তার দে বলেন, বিজেপি
পার্থিব পক্ষ্যে ঘরে বসে হলেও প্রচার চালাবেন। প্রকাশ
করা হলে দিদির মুখোশ খুলে যাবে।









কোন মন্তব্য নেই