বিজেপি বদরুদ্দিনকে ভয় পাচ্ছে : বদরুদ্দিন
অমল গুপ্ত, গুয়াহাটিঃ এক সভাতে বদরুদ্দিন আজমল বলেন, বিজেপি ভয় পেয়ে গেছে। কংগ্রেস মহাজোট দিসপুর দখল করবে। তারা মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস দলের কাউকে বসাবেন। তিনি বলেন, বিজেপি দলের এত মন্ত্রী-নেতা প্রচারে আসছেন কেন? তাদের একটিই ইস্যু কেবল বদরুদ্দিনকে গাল দেওয়া। বরাকে টিকিট না পাওয়া বিজেপির বিশিষ্ট নেতা দিলীপ পালকে নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ এসেছে। নির্দল হিসাবে শিলচর কেন্দ্রের প্রার্থী দিলীপ পালের নির্বাচন এজেন্টদকে আক্রমণ করা হয়েছে বলে দিলীপ পাল অভিযোগ করেন। তিনি বলেন, বিজেপি সন্ত্রাসের রাজ নীতি করছে। বরাকে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, তার ছেলে রাহুল রায় এবং রাহুলের পত্নী এবার নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। বিজেপি দলে যোগ দেওয়া গৌতম রায় আজ বলেন, যে সব পরিবারের কন্যার বিয়ে হয়নি তাদের বিয়ের ব্যবস্থা তিনি করে দেবেন। আর বললেন খেলা হবে। এই খেলা হবে বাক্যটি পশ্চিমবঙ্গের তৃণ মূল ঘরানা থেকে আমদানি করা হয়েছে। তৃণমূল নেতা অনুব্রত মন্ডল এই বাক্যটি বাংলাদেশ থেকে আমদানি করে যাচ্ছেতাইভাবে ব্যবহার করছেন। তিনি বারবার বলছেন, খেলা হবে, তবে দিনের আলোতে নয়, রাত নয়টার পর। উস্কানিমূলক এই বাক্যটি এখন সব দল ব্যবহার করছে। বরাকের বিতর্কিত প্রাক্তন কংগ্রেস মন্ত্রী গৌতম রায় ও যে বলবেন তাতে অবাক হওয়ার কিছু নেই।









কোন মন্তব্য নেই