Header Ads

পথ দুর্ঘটনায় সি এম ও এইচ কর্মীর মৃত্যু

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : মুর্শিদাবাদ জেলার  কান্দি - বহরমপুর সড়ক মহালনদী কলোনীর কাছে    অটোর সঙ্গে ধাক্কা লাগে এক পিকআপ ভ্যানের। গত ২০ মার্চ  সেই পথ দুর্ঘটনায় কান্দির   সুভাষ কুমার দাসর মৃত্যু হয়। সে অটোতে ছিলেন। কান্দি থেকে সি এম ও এইচ অফিসে  যাচ্ছিলেন। বুকে আঘাত লাগে। হাসপাতালে  তার মৃত্যু হয়।  ৪৫ বছরের এই ব্যক্তি  কান্দির বাসিন্দা ছিলেন তার বাবা ছিলেন পূর্ণয়রঞ্জন দাস। তার  মৃত্যুতে ঘনিষ্ট মহলে শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.