রাহুল বাবা অসমে পিকনিক করতে আসেন : অমিত
অসমে ধৃতরাষ্ট্র আর শকুনি মামার রাজ চলছে : প্রিয়াঙ্কা
অমল গুপ্ত, গুয়াহাটি : আগামী ২৭ মার্চ প্রথম দফায় ৪৭ টি কেন্দ্রে
বিধানসভার নির্বাচন। ডিব্রুগর, তিনসুকিয়া, যোরহাট প্রভৃতি উজান সময়ের
চা বাগান অঞ্চলগুলিতে এই নির্বাচনে
চা শ্রমিকরা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে। তাই বিজেপি, কংগ্রেস, অসম জাতীয় পরিষদ, রাইজর দল অগপ সবাই চা শ্রমিকদের দুঃখ দুর্দশা নিয়ে প্রাণপাত
করছেন। শ্রমিকদের মজুরি নিয়ে সব দল রাজনীতি করছে। কংগ্রেস ৩৬৫ টাকা মজুরির গ্যারান্টি দিয়েছে। অথচ চা-বাগান মালিক গোষ্ঠী আদালতে গিয়ে তা আটকাবার
চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিনটি জনসভায় রাহুল গান্ধীর তীব্র
সমালোচনা করে বলেন, রাহুল বাবা অসমে পিকনিক করতে আসেন। বদরুদ্দিন আর হাগ্রামা মহিলরির ‘ইলু ইলু’ সম্পর্ক
গড়ে তুলেছে। প্রশ্ন বদরুদ্দিন থাকলে অসমের অবৈধ
অনুপ্রবেশ বন্ধ হবে কি। ওদিকে, প্রিয়াঙ্কা গান্ধী বলেন, অসমে অন্ধ ধৃতরাষ্ট্র আর শকুনি মামার রাজ চলছে। দাবি করেন অসমের
সামগ্রিক উন্নয়ন তরুণ গগৈয়র আমলে হয়েছে। বিজেপি সিন্ডিকেট রাজ কায়েম করেছে। চা শ্রমিকদের মজুরি সম্পর্কে বলেন, বিজেপি চা মালিক
গোষ্ঠীকে লাগিয়ে মামলা ঠুকে দিয়েছে। এখন দোষারোপ করছে কংগ্রেস
কে। তারা শ্রমিকদের দুঃখ
দুর্দশা নিয়ে রাজনীতি করছে। কা নিয়ে বলেন। পশ্চিম বঙ্গে বিজেপি
কা নিয়ে সরব, অথচ অসমে চুপ। প্রধানমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে
একটি শব্দ খরচ করেন নি। এই অসমে কা লাগুর বিরুদ্ধে তীব্র আন্দোলন হল পাঁচ
জন প্রাণ দিলেন। অমিত শাহ বলেন অসমের সার্বিক উন্নয়নে কেন্দ্র বিশেষ নজর দিয়েছে। এবার
বাজেটে ৫৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। উদালগুড়িতে বলেন
বড়ো চুক্তির ফলে শান্তি নেমে এসেছে। বড়ো আন্দোলনের ফলে প্রায় ৫ হাজার যুবক প্রাণ
দিয়েছিল। এখন ২০০০ জঙ্গি অস্ত্র পরিত্যাগ করে সমাজের
মূল স্রোতে ফিরে এসেছে। বড়ো চুক্তির পর বি টি আর গঠন করা হয়েছে তাদের আইন সভায় আসন সংখ্যা
বৃদ্ধি করে ৬০
করার ব্যবস্থা হয়েছে। আত্মসমর্পণ কারি জঙ্গি দের ৪ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
চা শ্রমিকদের আর্থিক উন্নয়নে কেন্দ্র বহু কাজ করেছে। কেন্দ্র এক হাজার কোটি দিয়েছে। বিজেপির সভাপতি জে
পি নাড্ডা ও বিহালি সহ কয়েকটি কেন্দ্রে নির্বাচনী প্রচার চালান। তিনি বলেন, কেন্দ্র অসমের সার্বিক
উন্নয়নে সব ধরনের আর্থিক মদত করেছে। পশ্চিমবঙ্গে রাজনীতি সরগরম, উত্তপ্ত বাতাবরণ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আজ
মনোয়ন পত্র পেশ করতে গেলে তৃণমূল সমর্থকরা বাধা দানের চেষ্টা করে। অসমে এধরণের বাধা
দানের নজির নেই। আজ বর্ধমানে মাটির তলায় পুঁতে থাকা বোমায় এক শিশুর মৃত্যু
সংবাদ পাওয়া গেছে।ওখানে প্রতি জেলায়
বোমা তৈরির কারখানা আছে বলে বিরোধী দলগুলোর অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। অস্ত্র কারখানার
হদিস পুলিশ পেয়েছে। আজ পিংলাতে কেন্দ্রীয় মন্ত্রী
স্মৃতি ইরানি বলেছেন, মমতা সরকার মহিলাদের
সম্মান নিয়ে খেলায় মেতেছেন। বিজেপি এই সম্মান রক্ষার খেলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতোআলিতে বলেছেন তাঁর পা ভেঙেছে বলে বিজেপি খুশী হয়েছে। তার পা
ভাঙলেও তিনি মোচকাবেন না, বিজেপিকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না। মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ করার বিজেপির ইস্তাহারকে মিথ্যার ঝুড়ি বলে সমালোচনা করেছেন।
বলেন, ২৭ মার্চ খেলা হবে
এপ্রিল মাসেও খেলা হবে। কংগ্রেস দলের
অধীর চৌধুরী আজ দলের ইস্তাহার প্রকাশ করেন।
হিন্দু মুসলিম নির্বিশেষে সব জনগোষ্ঠীর সাবিক উন্নয়নের কথা বলা হয়েছে। অসম বিজেপি
কাল ইস্থ্যহার প্রকাশ করবে বলে সাংসদ দিলীপ সইকিয়া জানান।
প্রধানমন্ত্রী আবার 24 মার্চে অসমে আসবেন।









কোন মন্তব্য নেই