মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমনের ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন
কলকাতা
: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গতকাল নন্দীগ্রামে মনোয়ন পত্র পেশ করে ফেরার সময় রানীচক গিরিবাজারে এক
মন্দিরে পুজো করার সময় ভীড়ের চাপে
পড়ে গিয়ে গুরুতর আহত হন। মমতার
অভিযোগ ৫/৬ জন যুবক
তাকে ধাক্কা মারে, কোনো পুলিশ ছিল না, তার বাম
পায়ে, মাথায়,বুকে চোট লেগেছে,সবটাই
গভীর চক্রান্ত বলে তার অভিযোগ খতিয়ে
দেখার জন্যে নির্বাচন কমিশন রিপোর্ট
চেয়ে পাঠিয়েছে। কলকাতা এস এস কে এম হাসপাতালে সাড়ে বার নম্বর উডবার্ন ওয়ার্ড এ
মুখ্যমন্ত্রীকে ভর্ত্তি করা
হয়েছে। তার
সিটি স্ক্যান করা হয়েছে, এক্সরে যাবতীয়
পরীক্ষা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস টুইট
করে অভিযোগ করেছে মমতাকে বসিয়ে দেবার জন্যে এই চক্রান্ত করা হয়েছে।এর আগেও বহুবার
আক্রমণ করা হয়েছে।









কোন মন্তব্য নেই