Header Ads

সোনাই বিধানসভা চক্রে মনোনয়ন জমা দিলেন আশীষ হালদার

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর: সোনাইর  বর্তমান বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের চিন্তা বাড়িয়ে, সোনাই বিধানসভা নির্বাচন চক্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার মনোনয়ন জমা দিলেন আশীষ হালদার। শিলকুড়ী বরম বাবার মন্দিরে পূজা দিয়ে শুরু করেন মনোনয়ন জমা দেওয়ার যাত্রা। এই যাত্রা পথে প্রায় সবকটি মন্দিরেই ঈশ্বরের আশীর্বাদ চেয়েছেন আশীষ হালদার। মনোনয়ন পর্বে বেশ উৎসাহীত দেখাচ্ছিল আশীষ হালদার এর সর্মথকদের। মনোনয়ন জমা দিয়ে শুনিয়েছেন বি,জে,পির টিকিট বঞ্চনার কথা। আশীষ জানান ২০১৬ সালেই কথা হয়েছিল য়ে ২০২১ সালের নির্বাচনে তিনি টিকিট পাবেন কিন্তু পাননি। তবে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও সোনাই বিধানসভা নির্বাচন চক্রে জয়ের ব্যাপারে খুবই আশাবাদী আশীষ হালদার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.